দিল্লি, ৩ জুলাই – মণিপুর ইস্যুতে মোদির নীরবতা দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিল বিরোধীরা। অবশেষে উত্তরপূর্বের এই রাজ্যের পরিস্থিতি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী। তিনি জানালেন, মণিপুরে শান্তি ফেরাতে সরকার সচেষ্ট। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যেই মনিপুরে শান্তি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নিয়মিত মণিপুরের বিবদমান গোষ্ঠীগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছেন।
তবে এদিন নিট কেলেঙ্কারি নিয়ে একটি কথাও ব্যয় করেননি প্রধানমন্ত্রী মোদি। বিরোধী দলনেতা রাহুল গান্ধি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বুধবার লোকসভায় নিট নিয়ে বিতর্ক চেয়েছিলেন। কিন্তু সেই দাবিতে কর্ণপাত করেননি প্রধানমন্ত্রী। লোকসভার অধিবেশন বুধবার স্থগিত রাখা হয়েছে মঙ্গলবারের গোলমালের প্রেক্ষিতে।
লোকসভায় মঙ্গলবার বিরোধীরা বারে বারে মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর জবাব দাবি করেন। মণিপুরের কংগ্রেস সাংসদ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ভাষণ দেন। কিন্তু লোকসভায় মুখ খোলেননি প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত ১৪ মাস ধরেই অগ্নিগর্ভ উত্তরপূর্বের এই রাজ্য। সদ্য যে লোকসভা নির্বাচন হয়েছে ,কড়া নিরাপত্তা সত্বেও সেখানে হিংসা এড়ানো যায়নি। একাধিক বুথে ছাপ্পা, বুথ দখলের অভিযোগ উঠেছিল, চলেছে গুলিও। সেসবের পর ফলাফলে দেখা যায় রাজ্যের দুই আসনই অপ্রত্যাশিতভাবে জিতে নিয়েছে কংগ্রেস।