রাহুল-অখিলেশকে ‘শাহজাদা’ আখ্যানে তীব্র আক্রমণ
দিল্লি, ১৯ এপ্রিল– শুক্রবার প্রথম দফার ভোটের দিন উত্তরপ্রদেশের আমরোহার জনসভা থেকে ফের ধর্মীয় মেরুকরণ অস্ত্রে ভোটারদের মনজয়ের চেষ্টা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি৷ দেশে প্রথম দফার ভোটের মধ্যে এদিন উত্তরপ্রদেশে প্রচারে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকেই দূষতে দেখা গেল প্রধানমন্ত্রীকে৷ তবে এবার রাহুলের সঙ্গে ‘যুবরাজ’ সম্ভাষনে দূষতে দেখা যায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকেও৷
ফের উত্তরপ্রদেশে জোট বেঁধেছেন অখিলেশ যাদব এবং রাহুল গান্ধি৷ দুই বিরোধী নেতাকে ‘রাজকুমার’ আখ্যা দিয়ে মোদির বক্তব্য, রাহুল-অখিলেশের জুটিকে উত্তরপ্রদেশের মানুষ আগেই প্রত্যাখ্যান করেছে৷ সেই ব্যর্থ জুটি এখন ভোটের জন্য হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে৷ রাজ্যের মানুষ দুই তারকা রাজপুত্রের অভিনীত ছবি আর দেখতে চাইছেন না৷ আমরোহায় এক সমাবেশে তিনি আরও বলেন, এই দুই যুবরাজ ও বিরোধীরা আমাদের ধর্ম-বিশ্বাসকে আঘাত করছেন৷ স্বজনপোষণ, দুর্নীতি এবং মুসলিম তোষণের ঝুডি় নিয়ে ঘুরছেন৷ মোদির আরও অভিযোগ, ‘অযোধ্যায় যখন রামমন্দির তৈরি হল, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি প্রাণপ্রতিষ্ঠার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিল৷ রোজ ওরা রামমন্দির এবং সনাতন ধর্মকে রোজ আক্রমণ করছে৷ এমনকী যে সব রামভক্ত রামলালার সূর্যতিলক নিয়ে আনন্দিত হয়েছেন, তাঁদেরও ওরা অপমান করেছে৷’
কয়েকদিন আগে রাহুল ও অখিলেশ যৌথ সাংবাদিক করে মোদীকে ধর্মীয় মেরুকরণের কাঠগড়ায় দাঁডি় করিয়ে তোপ দাগেন৷ তার জবাব দিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের শাহজাদা ভোটব্যাঙ্ক রাজনীতির কারণে পবিত্রভূমি দ্বারকায় সমুদ্রের নীচে আমার পুজো করা নিয়ে মজা করেছেন৷মোদী বলেন, বিহারে যাঁরা নিজেদের যদুবংশী বলে গর্ববোধ করেন, তাঁরা কীভাবে এই অপমান সহ্য করবেন! কেন এরকম একটা দলকে সমর্থন করবেন, প্রশ্ন করেন মোদি৷ এই রাজ্যের মাটি থেকে শ্রীকৃষ্ণ গুজরাতে গিয়েছিলেন৷ আমি সেই রাজ্যে জন্মেছি, এখন আমি কৃষ্ণ জন্মস্থানে রয়েছি৷
মোদির এহেন বক্তব্যের পেছনে ধর্মীয় সুরসুরি দিয়ে জয়ের স্বপ্ন দেখছেন মোদি বলেই মত রাজনীতিক মহলের৷ যদিও প্রথম থেকে বিকশিত ভারতের স্বপ্ন দেখিয়েই ভোটারদের মনজয় করতে চেয়েছিলেন৷ কিন্ত্ত বিরোধীদের হাতে ইলেক্টোরাল বন্ড ‘দুর্নীতি’ অস্ত্র চলে আসায়, সম্ভবত খানিক ব্যাকফুটে চলে গিয়েছেন মোদি৷ সেকারণেই ফের ধর্মের তাস ব্যবহার করতে হচ্ছে তাঁকে৷
মোদি বলেন, উত্তরপ্রদেশের মাটিতে প্রতিবার এঁরা রাজ্যের মানুষের কাছে ভোট দিন বলে স্বজনপোষণ, দুর্নীতি ও মুসলিম তোষণের বস্তা ঘাডে় করে ঘুরে বেড়ান৷ এইসব প্রচারে তাঁরা আমাদের ধর্ম-বিশ্বাসকে আঘাত করা ছাড়া আর কিছুই করেন না৷ অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রাণ খুলে ভারত মাতা কি জয় পর্যন্ত বলতে পারেন না৷ এদিনের গোটা বক্তৃতায় মোদির একমাত্র কংগ্রেস ও সপাকে হিন্দুত্ব বিরোধী বলে তোপ দেগে গেছেন৷ অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার জন্য সপা এবং কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি মোদি, রামমন্দিরে আসার আমন্ত্রণ উপেক্ষা করেছে কংগ্রেস ও সপা৷ প্রাণপ্রতিষ্ঠার মতো অনুষ্ঠান বয়কট করেছিল৷ এইসব লোক প্রতিদিন রামমন্দির এবং সনাতন ধর্মকে আক্রমণ করে চলেছে বলে অভিযোগ মোদির৷ হিন্দুত্বকে উসকে দেওয়ার জন্য মোদি আরও বলেন, গোটা দেশ যখন রামচন্দ্রের সূর্যতিলক দর্শন এবং রামনবমী পালন করল, তখন এরা তাকে রাজনীতি বলে উপহাস করতে ছাডে়নি৷