• facebook
  • twitter
Friday, 22 November, 2024

উন্মত্ত জনতার রোষে ছাড়খাড় মণিপুরের আধাসেনার চৌকি, নিহত যুবক, গুরুতর আহত দুই

ইম্ফল, ১৪ ফেব্রুয়ারি– ফের অশান্ত মণিপুর৷ এ বার উন্নত্ত জনতার হামলার শিকার সশস্ত্র বাহিনী ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ন (আইআরবি)৷ পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাজধানী ইম্ফলের চিঙ্গারেল তেজপুরের আইআরবি পঞ্চম ব্যাটেলিয়নের একটি চৌকিতে হামলা চালায় সশস্ত্র জনতা৷ স্থানীয় সূত্রের খবর, চৌকিতে মোতায়েন জওয়ানরাও পাল্টা গুলি চালান৷ সংঘর্ষে এক জন নিহত হয়েছেন৷ গুরুতর আহত দু’জন৷ নিহতের নাম ওক্রাম

ইম্ফল, ১৪ ফেব্রুয়ারি– ফের অশান্ত মণিপুর৷ এ বার উন্নত্ত জনতার হামলার শিকার সশস্ত্র বাহিনী ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ন (আইআরবি)৷ পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাজধানী ইম্ফলের চিঙ্গারেল তেজপুরের আইআরবি পঞ্চম ব্যাটেলিয়নের একটি চৌকিতে হামলা চালায় সশস্ত্র জনতা৷ স্থানীয় সূত্রের খবর, চৌকিতে মোতায়েন জওয়ানরাও পাল্টা গুলি চালান৷ সংঘর্ষে এক জন নিহত হয়েছেন৷ গুরুতর আহত দু’জন৷ নিহতের নাম ওক্রাম সনাতন৷ ২৪ বছরের ওই যুবক পূর্ব ইম্ফল জেলার পাঙ্গেই ওক্রাম লেইকাই এলাকার বাসিন্দা৷ অন্যদিকে, সম্প্রতি কুকি জনগোষ্ঠীর জঙ্গি সংগঠনগুলি ধারাবাহিক ভাবে মণিপুর পুলিশ এবং আধাসেনার উপর যেভাবে হামলা শুরু করেছে তারপর অভিযোগ এই হামলাও তাদের করা হতে পারে৷
প্রসঙ্গত, ২০২২ এর ৩ মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে শুরু হওয়া অশান্তিতে এর আগে উন্মত্ত জনতার ক্ষোভের হাতে পড়তে হয়েছে রাজ্য পুলিশ, বিএসএফ, অসম রাইফেলসের বাহিনীকেও৷ ঘটনার সূত্রপাত মণিপুর হাই কোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার পর৷ বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দেয় হাই কোর্ট৷ এর পরেই জনজাতি সংগঠনগুলি তার বিরোধিতায় পথে নামে৷ আর সেই ঘটনা থেকেই মণিপুরের আদি বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি জো-সহ কয়েকটি তফসিলি জনজাতি সম্প্রদায়ের (যাদের অধিকাংশই খ্রিস্টান) সংঘাতের সূচনা হয়েছিল৷ অশান্তি ঠেকাতে গত ৬ মে মণিপুরের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল নরেন্দ্র মোদি সরকার৷ নামানো হয় একাধিক কেন্দ্রীয় বাহিনীকে৷ কিন্ত্ত তার পরেও হিংসা থামেনি৷ এখনও পর্যন্ত সে রাজ্যে নিহত প্রায় দু’শো জন৷ আহত হাজারের বেশি৷ ঘরছাড়া হয়েছেন যুযুধান দুই জনগোষ্ঠীর ৬০ হাজারের বেশি মানুষ৷