অমরাবতি, ১৩ মে– তিনি জনপ্রতিনিধি৷ জনগণের সেবাই তাঁর কর্তব্য৷ সেই জনপ্রতিনিধি এক বিধায়কই ভোট দানের সময় লাইন ভেঙে এগোচ্ছিলেন৷ এ পর্যন্ত তবুও মানা যায় কিন্তু তাই বলে তার প্রতিবাদ করায় লাইনে দাঁড়ানো সাধারণ মানুষকে মারতেও দেখা যায় সেই বিধায়ককে৷ তবে পাল্টা দিতে ছাড়েনি আম পাবলিকও৷
লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোটগ্রহণ চলছে৷ দেশের মোট ৯৬টি কেন্দ্রে চলছে ভোটদান৷ এই পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের যে কুৎসিত ছবি ফুটে উঠতে দেখা গেল তাকে ঘিরে বিতর্ক ঘনিয়েছে৷ এক ভোটারকে চড় মারলেন বিধায়ক৷ পালটা বিধায়ককেও চড় মারতে দেখা গেল সেই ভোটারকে৷ যার পর কার্যতই বচসা চরম আকারে পৌঁছায়৷ ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও৷ ওয়াই এস আর কংগ্রেসের বিধায়ক এ শিব কুমারকে দেখা যাচ্ছে লাইন টপকে এগিয়ে এসে এক ভোটারকে চড় মারতে৷ তার পরই তাঁকে পালটা চড় মারেন ওই ভোটার৷ এর পরই শিব কুমারের সঙ্গীদের দেখা যায় একসঙ্গে মিলে ওই ভোটারকে নিগ্রহ করতে৷ লাইনে আশপাশে দাঁড়ানো অন্য ভোটারদের দেখা গেল তাঁদের থামানোর চেষ্টা করতে৷ সেকেন্ড দশেকের ভিডিওয় লাইনের আশপাশে কোনও নিরাপত্তা কর্মীদের দেখা যায়নি৷
অভিযোগ, তিনি লাইন ভেঙে এগিয়ে যাচ্ছিলেন৷ কিন্ত্ত যে কোনও কারণেই হোক, একজন জন প্রতিনিধি ভোটারের উপরে চড়াও হয়ে এভাবে নিগ্রহ করতে পারেন কীভাবে এই প্রশ্ন তুলে সরব হয়েছে নেটিজেনরা৷ এই ঘটনায় দ্রুত পদক্ষেপের আর্জিও জানিয়েছেন অনেকেই৷ প্রসঙ্গত, এদিন অন্ধ্রপ্রদেশের ২৫টি লোকসভা কেন্দ্র ও ১৭৫টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ৷ বিজেপি ও এন চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির থেকে ওয়াই এস জগন্মোহন রেড্ডির নেতৃত্বাধীন ওয়াই এস আর কংগ্রেস এগিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে৷ এই অবস্থায় ওয়াই এস আর কংগ্রেসের বিধায়কই জড়ালেন বিতর্কে৷