আর্থিক তছরুপের অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার আপ বিধায়ক আমানাতুল্লা খান
আর্থিক দুর্নীতির অভিযোগে সোমবার দুপুরে ইডির হাতে গ্রেফতার হলেন আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লা খান। সোমবার সকালে তাঁর বাড়িতে হানা দেয় ইডি।সকাল থেকে প্রায় ৪ ঘণ্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালানোর পর তাঁকে গ্রেপ্তার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, আপ বিধায়কের বিরুদ্ধে দিল্লি ওয়াকফ বোর্ডে বেআইনি নিয়োগ, সম্পত্তি লিজে দেওয়া সহ ১০০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে।