রাঁচি, ৩০ জানুয়ারি – অবশেষে হদিশ মিলল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। দিল্লির বাসভবন থেকে উধাও হয়ে যাওয়ার পরে তাঁর খোঁজ ছিল না। অবশেষে মঙ্গলবার দুপুরে রাঁচিতে নিজের বাসভবনে ফিরে আসেন তিনি। জমি দুর্নীতির সঙ্গে জড়িত তহবিল তছরুপের মামলায় ইডি হানা দেয় দিল্লির বাসভবনে। কিন্তু অভিযান চালিয়েও তাঁর নাগাল পাননি কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। তারপরই হেমন্তের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। সেই সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর খোঁজে দিল্লি বিমানবন্দরে সতর্কতা জারি করে ইডি। অবশেষে হদিশ মেলে তাঁর । জানা গিয়েছে, দিল্লি থেকে সড়কপথে তিনি রাঁচির বাসভবনে এসে পৌঁছন। একইসঙ্গে তিনি ইডি-র মুখোমুখি হতে রাজি হয়েছেন। আগামী ৩১ জানুয়ারি তিনি ইডি -র তলবে হাজিরা দেবেন বলে জানা গেছে।