মুম্বই-চেন্নাই এক্সপ্রেসে পাথর ছুড়ল দুষ্কৃতীরা, আহত এক

ফাইল ছবি

ফের ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটল। মহারাষ্ট্রের সোলাপুরে এই নিয়ে গত ১০ দিনে দ্বিতীয়বার ট্রেনে পাথর ছুড়ল দুষ্কৃতীরা। মুম্বই-চেন্নাই এক্সপ্রেসে পারেওয়াড়ি এবং ওয়াশিম্বের মধ্যে এই হামলা চালানো হয়। হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি। তবে এই পাথর ছোড়ার ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

এদিকে ট্রেনে পাথর ছোড়ার কারণে প্রতিবন্ধী বগিতে বসে থাকা একজন যাত্রী সামান্য আহত হন। সঙ্গে সঙ্গেই তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়। আহত ব্যক্তির নাম অনিকেত লাহমুনে। তিনি পুনে থেকে কুর্দুভাদি যাচ্ছিলেন। সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি। পাথর ছোড়ার ফলে ট্রেনের জানালা ভেঙে গিয়েছে। দুর্ঘটনার পর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, জানালার কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার এই ধরণের ঘটনা ঘটল, যা যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করে। বার বার পাথর ছোড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। এই ঘটনায়, সোলাপুর রেলওয়ে পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করছে।


কয়েকদিন আগেই বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা সামনে এসেছিল। ট্রেনটি স্টেশনের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই অজ্ঞাত ব্যক্তিরা হঠাৎ পাথর ছুঁড়তে শুরু করে। ট্রেনের সি-১১ কোচে হামলা চালানো হয়। আর এবার আক্রমণকারীরা মুম্বই-চেন্নাই এক্সপ্রেসে পাথর ছুঁড়ল। বিভিন্ন জায়গা থেকে ট্রেনে পাথর ছোড়ার খবর আসছে এবং বেশিরভাগ আক্রমণকারীই বন্দে ভারত ট্রেনের ওপর হামলা চালাচ্ছে।