• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

হেফাজতেই আত্মঘাতী নাবালিকা বিয়েতে অভিযুক্ত বর-কনে, থানায় আগুন গ্রামবাসীদের 

পাটনা, ১৮ মে– নাবালিকা বিয়ে থামাতে গিয়ে বিয়ের আসর থেকেই বর-কনেকে থানায় নিয়ে এসে আটক করে পুলিশ৷ থানাতেই আটক থাকাকালীন সেই বর-কনে আত্মঘাতী হলেন৷ যে খবর জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা থানায় আগুন লাগিয়ে দিয়েছেন৷ অভিযোগ, পুলিশের মারধর এবং নজরদারির অভাবেই হেফাজতে থাকাকালীন ওই দু’জন আত্মঘাতী হয়েছেন৷ ঘটনাটি বিহারের আরারিয়া জেলার তারাবাডি় গ্রামের৷ স্থানীয় সূত্রে

পাটনা, ১৮ মে– নাবালিকা বিয়ে থামাতে গিয়ে বিয়ের আসর থেকেই বর-কনেকে থানায় নিয়ে এসে আটক করে পুলিশ৷ থানাতেই আটক থাকাকালীন সেই বর-কনে আত্মঘাতী হলেন৷ যে খবর জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা থানায় আগুন লাগিয়ে দিয়েছেন৷ অভিযোগ, পুলিশের মারধর এবং নজরদারির অভাবেই হেফাজতে থাকাকালীন ওই দু’জন আত্মঘাতী হয়েছেন৷
ঘটনাটি বিহারের আরারিয়া জেলার তারাবাডি় গ্রামের৷ স্থানীয় সূত্রে খবর, দিন দুয়েক আগে গ্রামের ১৪ বছরের এক কিশোরীকে বিয়ে করেন অভিযুক্ত যুবক৷ দেড় বছর আগে কিশোরীর দিদির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল৷ কিন্ত্ত তিনি মারা যাওয়ার পর শ্যালিকাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন যুবক৷ শ্যালিকার বিয়ের বয়স না হওয়া সত্ত্বেও গ্রামের ছাঁদনাতলায় চার হাত এক হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ৷ তারা বর এবং কনেকে বিয়ের আসর থেকে থানায় নিয়ে যায়৷
গ্রামবাসীদের অভিযোগ, থানায় বর এবং কনেকে মারধর করা হয়েছিল৷ তার পর সেখানেই কাপড় ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা৷ ঘটনার পর একটি সিসিটিভি ফুটেজও ছডি়য়ে পডে় সমাজমাধ্যমে, যেখানে দেখা যায়, থানার লক-আপ বেয়ে উঠছেন এক যুবক৷ তার পর গলায় দডি় দিচ্ছেন৷ যদিও এটি ওই থানার ভিডিও কি না, তা স্পষ্ট নয়৷
ভিডিয়ো দেখে গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন৷ তাঁরা একসঙ্গে গিয়ে থানা ঘেরাও করেন৷ পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর৷ উত্তেজিত জনতা থানায় ভাঙচুর চালায় বলে অভিযোগ৷ তার পর থানায় আগুনও ধরিয়ে দেওয়া হয়৷ পরে আশপাশের গ্রাম এবং সদর দফতর থেকে বাড়তি পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ তবে থানার ভিতর দুই বন্দির আত্মহত্যা নিয়ে পুলিশ এখনও কোনও মন্তব্য করেনি৷