• facebook
  • twitter
Friday, 22 November, 2024

পাকিস্তানের মাটিতে নিহত জঙ্গি নেতা

ইসলামাবাদ, ২৬ এপ্রিল –  পাকিস্তানের মাটিতে নিহত লস্কর-ই- ইসলামের কমান্ডার।  মৃত জঙ্গি নেতার নাম হাজি আকবর আফ্রিদি। সূত্রের খবর, কাশ্মীরি পণ্ডিতদের চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছিল সে । অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে সেই জঙ্গি নেতার। উল্লেখ্য, গত কয়েক বছরে পাকিস্তানে একাধিক ভারত বিরোধীর মৃত্যু হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল জঙ্গি নেতা। জানা গিয়েছে, পাকিস্তান থেকেই সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাত এই জঙ্গি

ইসলামাবাদ, ২৬ এপ্রিল –  পাকিস্তানের মাটিতে নিহত লস্কর-ই- ইসলামের কমান্ডার।  মৃত জঙ্গি নেতার নাম হাজি আকবর আফ্রিদি। সূত্রের খবর, কাশ্মীরি পণ্ডিতদের চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছিল সে । অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে সেই জঙ্গি নেতার। উল্লেখ্য, গত কয়েক বছরে পাকিস্তানে একাধিক ভারত বিরোধীর মৃত্যু হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল জঙ্গি নেতা।

জানা গিয়েছে, পাকিস্তান থেকেই সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাত এই জঙ্গি নেতা। তবে কাশ্মীরি পণ্ডিতদের বিরোধিতা করে গোয়েন্দাদের নজরে আসে হাজি আকবর। কাশ্মীরি পণ্ডিতদের হুঁশিয়ারি দিয়ে সে বলেছিল, অবিলম্বে কাশ্মীর ছেড়ে চলে যেতে হবে কাশ্মীরি পণ্ডিতদের। নয়তো ভয়ংকর পরিণতি হবে। তবে ভারতের ওয়ান্টেড লিস্টে আকবরের নাম ছিল না। তবে  পাকিস্তানের ‘শীর্ষস্থানীয়’ জঙ্গিদের মধ্যে অন্যতম আকবরের নাম। 
 
সংবাদসংস্থা সূত্রে খবর, কয়েক দিন আগে পাকিস্তানে মৃত্যু হয়েছে আকবরের। খাইবার প্রদেশের বরা এলাকায় কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এসে আকবরকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়েই জঙ্গি নেতার মৃত্যু হয়। পালিয়ে যাওয়া আততায়ীদের খোঁজ এখনও মেলেনি।