ক্লাব ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন মেসি।

আর্জেন্টিনা:- ইউরোপের পর এবার মার্কিন মুলুকে খেলতে দেখা যাবে মেসিকে। কিন্তু ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির জার্সি পড়ার আগে জাতীয় দলের জার্সিকে কবে বিদায় জানালেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, একটি সাক্ষাতকারে নিজের অবসরের কথা ইঙ্গিত করলেন মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি কবে তুলে রাখতে পারেন? তার কথায়, সে জানি না কবে।তবে এটা খুব তাড়াতাড়িই হবে। সবকিছু জিতেছি বেশি দিন তো হয়নি। এখন সময়টা উপভোগের। অবসর নেওয়ার মুহূর্তটা কখন সেটা সৃষ্টিকর্তাই বুঝিয়ে দেবেন। মেসির এই বক্তব্য থেকে স্পষ্ট যে খুব শীঘ্রই অবসর নেবেন তিনি। ইউরোপীয় ক্লাব ফুটবলে ইতি টেনে কেরিয়ারের শেষে মার্কিন মুলুকে যাচ্ছেন মেসি। তার শো দেখার অপেক্ষায় মেজর লিগ। বুধবার পরিবার-সহ প্রাইভেট জেট থেকে ফ্লোরিডায় নেমে গাড়িতে উঠতে দেখা গিয়েছে বিশ্বকাপ জয়ী ফুটবলারকে। সূত্রের খবর, সাক্ষাৎকারে মেসিকে বলতে শোনা গিয়েছে, ‘আমি নিজের সিদ্ধান্তে খুশি। নতুন চ্যালেঞ্জের জন্য আমি তৈরি। আমার মানসিকতা এবং চিন্তাভাবনার কো‌নও পরিবর্তন হচ্ছে না। আমি যেখানেই খেলি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। নতুন ক্লাবের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলার চেষ্টা করবো। সেরাটা দেব।’মার্কিন মুলুকে পা রাখার আগে থেকেই মেসি-আবেগে ভেসে যাচ্ছে মায়ামি। একটি দেওয়ালে মেসির ম্যুরাল আঁকা হয়। মেসি আসছেন, তাই ম্যুরালটিতে রং লাগানো হয়েছে।আর্জেন্টাইন তারকা এখনকার সময়টা উপভোগ করতে চান। লিওনেল মেসিকে বরণ করে নিতে তৈরি ইন্টার মায়ামি। ২১শে জুলাই ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচ খেলবেন মেসি। ইন্টার মায়ামির সঙ্গে প্রথম ম্যাচ ক্রুজ আজুল। আগামী ১৬ই জুলাই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলেছেন নতুন জার্সিতে। মেসির উন্মোচনকে কেন্দ্র করে জমকালো পরিকল্পনা করেছে মেজর লিগ সরকারের দলটি। মেসি মাঠের মাঝে এসে নিজের অনুভূতির কথা জানাবেন এবং কথাও বলতে পারেন সমর্থকদের সঙ্গে।