স্কুলের তরফে অমানবিক আচরণ করা হল ১৪ বছর বয়সের এক কিশোরী পড়ুয়ার সঙ্গে। অষ্টম শ্রেণির ওই পড়ুয়াকে তার পিরিয়ড চলাকালীন শ্রেণিকক্ষের বাইরে একা পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। ঘটনাটি ঘটে তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার একটি বেসরকারি স্কুলে। অভিযোগ, স্কুলের প্রিন্সিপালের নির্দেশেই শ্রেণিকক্ষের বাইরে বসে বিজ্ঞান পরীক্ষা দেয় ওই কিশোরী। ক্লাসের বাইরে বসে পরীক্ষা দেওয়ার ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা গিয়েছে, ছাত্রীর দিকে ছুটে যাচ্ছেন তার মা। তিনি প্রশ্ন করছেন, কেন ক্লাসের বাইরে বসে আছে সে। কিশোরী জানায়, স্কুলের প্রিন্সিপাল তাকে ক্লাসের বাইরে বসে পরীক্ষা দিতে বলেছেন। একথা শুনে হতাশ হয়ে পড়েন ছাত্রীর মা। তিনি প্রশ্ন তোলেন, কেন একজন ছাত্রীকে এভাবে শ্রেণিকক্ষের বাইরে বসে পরীক্ষা দিতে হবে ?
তামিলনাড়ুর কোয়েম্বাটুরের সেঙ্গুত্তাই এলাকার সেনগুট্টাইপালায়ম গ্রামের স্বামী চিদভবন্দা ম্যাট্রিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। অষ্টম শ্রেণির ছাত্রীটি অরুণথাথিয়ার সম্প্রদায়ের। ৫ই এপ্রিল তাঁর পিরিয়ড শুরু হয়। ৭ ও ৯ এপ্রিল তাঁর বিজ্ঞান ও সোস্যাল সায়েন্স পরীক্ষা ছিল। ওই দুদিনই তাকে পরীক্ষা দিতে বলা হয় শ্রেণিকক্ষের বাইরে বসে। কিশোরীকে এই নির্দেশ দেন স্কুলেরই প্রিন্সিপাল। ঘটনার কথা জানার পর মেয়েটির মা দ্রুত স্কুলে যান। স্কুল কর্তৃপক্ষের মুখোমুখি হয়ে প্রশ্ন তোলেন তিনি। এমন সংবেদনশীল সময়ে কেন তাঁর মেয়েকে অন্যান্যদের থেকে বিচ্ছিন্ন করে পরীক্ষা দেওয়ানো হল সেই প্রশ্ন তোলেন তিনি। তিনি সেই কথোপকথনের ভিডিও রেকর্ডিংও করেন।
এই নিন্দনীয় ঘটনায় হতাশ কিশোরীর পরিবার। স্কুলগুলিতে যত্নশীল পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন কিশোরীর বাবা-মা। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় গ্রামবাসীরাও। স্কুল প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। পিরিয়ড সম্পর্কে যথাযথ জ্ঞান, যত্ন ও শিক্ষাদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তাঁদের উদ্বেগও প্রকাশ করেছেন তাঁরা। কোয়েম্বাটোর জেলা কালেক্টর পাভানকুমার জি. গিরিয়াপ্পানাভার বলেছেন যে, কোয়েম্বাটোর গ্রামীণ পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। তদন্তে প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেই উত্তরপ্রদেশের একটি মেয়েদের স্কুলে একাদশ শ্রেণির এক ছাত্রীকে এক ঘণ্টার জন্য ক্লাসরুমের বাইরে থাকতে বলা হয়েছিল। তার অপরাধ, শনিবার পরীক্ষা চলাকালীন সে একটি স্যানিটারি ন্যাপকিন চেয়েছিল। মেয়েটির বাবার অভিযোগ করেন যে, তাঁর মেয়ে বুঝতে পারেনি স্কুলে পরীক্ষা চলাকালীন তার পিরিয়ড শুরু হয়েছে। ছাত্রীর বাবা নারীকল্যাণ দপ্তর, জেলা মহিলা কমিশন, জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা স্কুল পরিদর্শকের কাছেও অভিযোগ জানান। এরপর ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। যে দেশের মেয়ে সুনীতা উইলিয়ামস সব প্রতিবন্ধকতাকে জয় করে মহাকাশে ৯ মাস কাটিয়ে আসেন, সেই দেশের দক্ষিণেরই রাজ্যে শিক্ষকদের মেয়েদের প্রতি মর্যাদা ও সৌজন্যবোধের অভাব উদ্বেগের সৃষ্টি করে