স্বপ্নের উড়ানে এবার মেঘমল্লারের গন্তব্য ‘ফেলুবক্সী’

আর্টের ছাত্রী থেকে শিক্ষিকা, তারপর একদম ভিন্ন পথে হেঁটে মডেলিং-বিউটিকুইন৷ তিনি মেঘমল্লার৷ বিদেশের মাটিতে স্বপ্নের উড়ানের পর এবার নিজের দেশে কলকাতার মাটিতে আরেক লড়াইয়ের পথে নাম চলেছেন মেঘমল্লার৷ ফেলুবক্সী ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি৷ একদম মিস্ট্রিয়াস ক্যারেক্টার মেঘনার৷ নিজের দেশে এসে অভিনয় করা তাঁর কাছে স্বপ্নের মতো৷ এই সফরের সঙ্গী হয়েছেন তাঁর মা৷ সবটাই এক সুন্দর মুহূর্ত মেঘমল্লারের কাছে৷
এতো গেল বর্তমান এবং ভবিষ্যতের গল্প৷ কিন্তু মেঘমল্লারের রয়েছেন এক গল্পের মতো রঙিণ অতিত৷ কলেজে পড়তে পড়তে বিদেশে যাত্রা মেঘমল্লারের৷ ইউএস-তে গিয়ে আর্ট নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি৷ নিজের ক্যরিয়ার শুরু করেন বিদেশের মাটিতে, একটি স্কুলের আর্ট শিক্ষিকা হিসেবে যোগদান করেন তিনি৷
নিজের ছোট্ট ছোট্ট ভালোলাগা, ইচ্ছেগুলো ফেসবুকে শেয়ার করতেন মেঘমল্লার৷ যা পরতেন, নিজেকে যেভাবে সাজাতেন সবটাই তাঁর বন্ধুদের সঙ্গে শেয়ার করতেন৷ তারপর শুরু হয় এক অন্য জার্নি৷ একদম আলাদা তাঁর প্রফেসন থেকে৷ মেঘমালার শুরু করেন মডেলিং৷ তারপরটা ইতিহাস৷ মিসেস এশিয়া বিউটি প্রেজেন্টে যোগদান করেন তিনি৷ সেখানে ফার্স্ট রানার আপ হন৷ ২০২১ সালে মোহিনী আমেরিকা সেই বিউটি কনটেস্ট থেকে উইনার হন৷ তার পর থেকে শর্ট ভিডিও, কমার্শিয়াল অ্যাডের সুযোগ আসতে থাকে তাঁর কাছে৷ সেখান থেকে নজরে আসেন বিদেশের বড় বড় ডিজাইনারদের৷ তাদের ব্র্যান্ডের জন্য মডেলিং শুরু করেন বাংলার এই মেয়েটি৷
তবে তাঁর এই যাত্রাপথটি খুব একটি মসৃণ ছিল না৷ মডেলিং ক্যারিয়ারে বর্ণ বিদ্বেষের মধ্যেও পডে়ন৷ নিউইয়র্কের ফ্যাশন উইকে প্রথম যোগ দেন ইন্টারন্যাশনাল সেলিব্রেটি প্রেস ওয়্যার ইমেজ,  তিনি যখন প্রথম র্যাম্পে হাঁটা৷ তবে প্রথম সেই অভিজ্ঞতাই তাকে এনে দেয় প্রেস্টিজ টপ মডেল অ্যাওয়ার্ড৷
তার পরের বছর ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্রেস্টিজ টপ মডেল কালেকশনের শো ওপেন করেন মেঘমল্লার৷ তবে এখানেই ঘটে বিপত্তি হঠাৎই তাঁকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্রেস্টিজ টপ মডেলে তাঁর পজিশন থেকে লাস্ট রাউন্ডে তাঁকে সরিয়ে দেওয়া হয়৷ তাও দমে না গিয়ে শেষ অবধি মেঘমল্লার থাকেন টপ মডেল হিসেবে৷ এই ঘটনাটা তাঁর কাছে যুদ্ধ জয়৷
এরপর একে একে প্যারিস ফ্যাশন উইক, কানস্ ফিল্ম ফেস্টিভ্যালে লাল কার্পেটে হেঁটেছেন তিনি৷ আর এবার আরেক স্বপ্নের আকাশ ছুঁতে চলেছেন৷ শিক্ষিকা, মডেলের পর এবার অন্য ভূমিকায় ধরা দেবেন মেঘমালার৷ এবার বাংলা ছবিতে অভিনেত্রী হিসেবে পদার্পণ করতে চলেছেন মেঘমল্লার৷ এবার দেখা যাক এই যুদ্ধ জয়ের কাহিনী কোন ইতিহাস রচণা করে মেঘমল্লারের জন্য৷