• facebook
  • twitter
Monday, 6 January, 2025

কৃষক নেতা রাকেশ টিকায়তের সঙ্গে সাক্ষাৎ অরবিন্দ কেজরিওয়ালের

শুক্রবার ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়ত আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন। কৃষক ও আইনজীবীদের বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথা হয়।

শুক্রবার ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়ত আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন। কৃষক ও আইনজীবীদের বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথা হয়। প্রসঙ্গত, পঞ্জাবে আম আদমি পার্টির সরকার রয়েছে। এখানকার কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টির দাবিতে মাসের পর মাস ধরে ধর্মঘটে বসে আছেন।

অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাতের সময়, রাকেশ টিকায়তের ছাড়াও আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এবং শহরের আইনজীবীদের একটি প্রতিনিধিদল ছিলেন।

রাকেশ জানান, তিনি আইনজীবীদের কিছু দাবি নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছিলেন, যার মধ্যে এক আদালত থেকে অন্য আদালতে পরিবহন সুবিধাও অন্তর্ভুক্ত ছিল। দল ক্ষমতায় ফেরার পর কিছু বিষয় মন্ত্রিসভায় অনুমোদন করা হবে।

এর আগে অরবিন্দ কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে পঞ্জাবের কৃষকদের সঙ্গে কথা না বলার অভিযোগ করেছিলেন। তিনি আরও দাবি করেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নীতির ছদ্মবেশে পিছনের দরজা দিয়ে পূর্বে বাতিল করা তিনটি কৃষি আইন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।