• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আল হিলালের রেকর্ড অঙ্কের প্রস্তাব নাকচ করলেন এমবাপে।

ফ্রান্স:- বিগত কয়েকদিন ধরেই ট্রান্সফার মার্কেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরাসি স্ট্রাইকার এমবাপে। সূ্ত্রের খবর, এমবাপেকে দলে নেওয়ার জন্য ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে আল হিলাল। যা ফুটবল বিশ্বের দলবদলে সব রেকর্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। জানা গিয়েছে, ফরাসি মিডিয়ায় খবর অনুসারে আল হিলাল ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার প্রস্তাব খারিজ করে দিয়েছেন এমবাপে। ব্রাজিলিয়ান ফুটবলার ম্যালকমের

ফ্রান্স:- বিগত কয়েকদিন ধরেই ট্রান্সফার মার্কেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরাসি স্ট্রাইকার এমবাপে। সূ্ত্রের খবর, এমবাপেকে দলে নেওয়ার জন্য ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে আল হিলাল। যা ফুটবল বিশ্বের দলবদলে সব রেকর্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। জানা গিয়েছে, ফরাসি মিডিয়ায় খবর অনুসারে আল হিলাল ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার প্রস্তাব খারিজ করে দিয়েছেন এমবাপে। ব্রাজিলিয়ান ফুটবলার ম্যালকমের সঙ্গে চুক্তি করতে ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে এসেছেন সৌদি আরবের আল হিলাল ক্লাবের আধিকারিকরা। তাঁরা চাইছিলেন এমবাপের সঙ্গে আলোচনায় বসতে।কিন্তু ফরাসি মিডিয়ার খবর, এই প্রস্তাব খারিজ করে দিয়েছেন বিশ্বকাপজয়ী ফ্রান্স ফুটবলার।রোনাল্ডো আল নাসেরে যোগ দেওয়ার পরই সৌদি ফুটবলে নবজোয়ার এসেছে। ইউরোপীয় ফুটবলের অনেক তারকাই নাম লেখাচ্ছেন দেশের বিভিন্ন ক্লাবে। এবার এমবাপেকে দলে নিতে বড়ো অঙ্কের টাকার প্রস্তাব সৌদি আরবের ক্লাব আল হিলালের। এরআগে মেসিকে দলে নেওয়ার জন্য তাঁদের প্রয়াস ব্যর্থ হয়েছে। আর্জেন্টাইন তারকা ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন। এবার এমবাপেকে রেকর্ড অঙ্কের প্রস্তাব দিলেও,তাঁকে পাওয়ার আশাও কমছে। কারণ মেসি-রোনান্ডো কেরিয়ারের শেষ লগ্নে ইউরোপীয় ফুটবল ত্যাগ করেছেন। কিন্তু ২৪ বছর বয়সি এমবাপে কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন। ফরাসি স্ট্রাইকার ব্যক্তিগতভাবে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ করতে ইচ্ছুক বলেই শোনা যাচ্ছে।b২০২৪ সালে পিএসজিতে  চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপের। চুক্তি পুননবীকরণে অস্বীকৃতি হওয়ায় মূল দল থেকে বাইরে রাখা হয়েছে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডকে, এমনই খবর উঠে আসছে।সূত্রের খবর, পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি স্পষ্ট বলে দিয়েছেন, চুক্তি নবীকরণ না করলে এই গ্রীষ্মের ক্লাব ছাড়তে হবে এমবাপেকে। জানা গিয়েছে, আগামী মরসুমে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চান ২৪ বছর বয়সী এই ফুটবলার। তবে এত দামি খেলোয়াড়কে কিছুতেই বিনামূল্যে ছাড়তে রাজি নয় পিএসজি।