• facebook
  • twitter
Friday, 22 November, 2024

এক বছরের লোনে ইপিএলের ক্লাবে সই করতে পারেন এমবাপে!

ফ্রান্স:- দলবদলের বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমবাপে। চুক্তি শেষ হওয়ার আগেই পিএসজি ছাড়ার আভাস দেওয়ার পর ফরাসি ফুটবলারকে দলে নিতে ঝাঁপিয়েছে একাধিক ক্লাব। রিয়াল মাদ্রিদ, সৌদি আরবের আল হিলালের পর আলোচনায় উঠে এল আরও একটি ক্লাবের নাম। যা এমবাপের দলবদলের জল্পনাকে আরও বৃদ্ধি করল। ২০২৪ সালেই শেষ হয়ে যাচ্ছে চুক্তি। কিন্তু ফ্রি ফুটবলার হিসাবে এমবাপেকে

ফ্রান্স:- দলবদলের বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমবাপে। চুক্তি শেষ হওয়ার আগেই পিএসজি ছাড়ার আভাস দেওয়ার পর ফরাসি ফুটবলারকে দলে নিতে ঝাঁপিয়েছে একাধিক ক্লাব। রিয়াল মাদ্রিদ, সৌদি আরবের আল হিলালের পর আলোচনায় উঠে এল আরও একটি ক্লাবের নাম। যা এমবাপের দলবদলের জল্পনাকে আরও বৃদ্ধি করল। ২০২৪ সালেই শেষ হয়ে যাচ্ছে চুক্তি। কিন্তু ফ্রি ফুটবলার হিসাবে এমবাপেকে ছাড়তে নারাজ প্যারিসের ক্লাবটি। তাঁরা দলের সেরা তারকাকে ছাড়ার জন্য অন্য ক্লাবের থেকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি নিতে চাইছে। পিএসজিও তাঁদের এশিয়া সফরে এমবাপেকে দলে রাখেনি। তাঁরাও তারকা ফুটবলারকে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দিতে চায়। এমবাপেকে দলে নেওয়ার জন্য আল হিলাল ৩০০ মিলিয়ন ইউরো বা ২৫৯ মিলিয়ন পাউন্ড বা ৩৩২ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু কেরিয়ারের মধ্যবর্তী পর্যায়ে থাকার জন্য এমবাপের পক্ষে ইউরোপীয় ফুটবলের মায়া কাটানোর সম্ভবনা কম। লা লিগায় নয় ফরাসি তারকাকে দেখা যেতে পারে ইপিএলে। পিএসজি এক বছরের জন্য লোনে লিভারপুলে পাঠাতে পারে এমবাপেকে। শুধু লিভারপুল নয় ইপিএলের আরও বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে কথা চালাচ্ছেন এমবাপে। যেখানে ১ বছর খেলার পর ফ্রি ফুটবলার হিসাবে রিয়ালে যোগ দিতে পারেন তিনি। এমবাপেকে রেকর্ড অঙ্কের প্রস্তাব দিলেও,তাঁকে পাওয়ার আশাও কমছে। কারণ মেসি-রোনান্ডো কেরিয়ারের শেষ লগ্নে ইউরোপীয় ফুটবল ত্যাগ করেছেন। সূত্রের খবর, শোনা যাচ্ছে, ফরাসি স্ট্রাইকার ব্যক্তিগতভাবে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ করতে ইচ্ছুক। ২০১৭ সালে মোনাকো থেকে লোনে পিএসজিতে এসেছিলেন এমবাপে। ১৪৫ মিলিয়ন ইউরোর একটি চুক্তির পাশাপাশি এক বছর পরে অ্যাড-অনে ৩৫ মিলিয়ন ইউরোর চুক্তি হয়েছিল।