আম্বেদকরকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া বক্তব্য নিয়ে দেশব্যাপী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএসপি। দলের সুপ্রিমো এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর বিবৃতি প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে, বিএসপি ২৪ ডিসেম্বর দেশব্যাপী প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন দেশের সব জেলা সদরে সম্পূর্ণ শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
বিএসপি সুপ্রিমো মায়াবতী এক্সে লিখেছেন, বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর, দলিতদের আত্মসম্মান ও মানবাধিকারের জন্য একটি কল্যাণমূলক সংবিধানের আকারে বাস্তব বইয়ের লেখক। দেশের বঞ্চিত ও অন্যান্য অবহেলিত মানুষগুলো সবচেয়ে বেশি শ্রদ্ধেয়। অমিত শাহ তাঁর প্রতি যে অসম্মান দেখিয়েছেন, তা মানুষের হৃদয়ে আঘাত করেছে। এমন একজন মহান ব্যক্তিকে নিয়ে সংসদে তাঁর কথায় সারা দেশের সমাজের সব স্তরের মানুষ খুবই ক্ষুব্ধ। আম্বেদকরবাদী বিএসপি তাঁকে বক্তব্য প্রত্যাহার করে দুঃখপ্রকাশের আবেদন জানিয়েছে, যা এখনও বাস্তবায়িত হচ্ছে না।
বিএসপি প্রধান মায়াবতী লিখেছেন, দাবি পূরণ না হলে সারা দেশে প্রতিবাদের আওয়াজ তোলার কথা বলেছে বিএসপি। ২৪ দেশব্যাপী আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বিএসপি। ওই দিন দেশের সব জেলা সদরে সম্পূর্ণ শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
মায়াবতী আরও লিখেছেন, কংগ্রেস, বিজেপি প্রভৃতি দল যদি বাবা সাহেবকে সর্বান্তকরণে সম্মান করতে না পারে, তাহলে তাদেরও তাঁকে অসম্মান করা উচিত নয়। বাবা সাহেবের কারণে সংবিধানে যেদিন এসটি, এসসি, ওবিসি শ্রেণিগুলি আইনি অধিকার পেয়েছিল। আম্বেদকর দলিতদের তাদের নিজের পায়ে দাঁড়াতে এবং আত্মসম্মান নিয়ে বাঁচতে সারা জীবন কঠোর সংগ্রাম করেছেন।