সকালেই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ল নবি মুম্বইয়ের ওএনজিসি প্ল্যান্টে। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ নবি মুম্বইয়ে ওএনজিসির গ্যাস প্রসেসিং ফেসিলিটিতে বিধ্বংসী আগুন লাগে। জেএনপিটি বন্দরের কাছে উরানে ছিল এই গ্যাস কমপ্লেক্স। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান দমকলের ইঞ্জিন এবং নবি মুম্বই পুরসভার কর্মীরা।
পুলিশ জানিয়েছে, আগুনে মৃত্যু হয়েছে ৪ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন প্ল্যান্টের কর্মী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী। বড়সড় দুর্ঘটনা এড়াতে প্ল্যান্টের এক কিলােমিটার এলাকা সিল করে দেয় প্রশাসন। বম্বে হাই ওয়েল ফিল্ডে যে গ্যাস তৈরি হয় তার পুরােটাই প্রসেস হয় উরান কমপ্লেক্সে।
ওএনজিসি থেকে টুইটে জানান হয়েছে, মঙ্গলবার সকাল সাতটায় স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেমে আচমকাই আগুন লাগে। প্রবল বিস্ফোরণও হয় সেই সময়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্ল্যান্টের ভিতরেই আটকে পড়েন কর্মীরা। তবে এর জন্যে কোনওভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি এই প্ল্যান্টের অয়েল প্রসেসিং ক্ষমতা। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।
নিরাপত্তার খাতিরে আশেপাশের বাড়ি থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২২টি ইঞ্জিন। সঙ্গে রয়েছে ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম। আগুন নিয়ন্ত্রণের সঙ্গে আটকে পড়া কর্মীদের উদ্ধারের চেষ্টা চালায় যৌথ উদ্ধারকারী দল। ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার সকালে মুম্বইয়ের কাছে উরানে সরকারি তেল সংস্থা ওএনজিসি’র একটি তেল ও গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭। আহত একাধিক বলে জানিয়েছেন ওএনজিসি’র এক আধিকারিকরা। পুলিশ এই প্ল্যান্টের চারপাশে ১ কিলােমিটার এলাকা সম্পূর্ণ ঘিরে রেখেছে। দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ওএনজিসি সূত্রে খবর, মুম্বই থেকে ৪৫ কিলােমিটার দূরে উরানে তেল ও গ্যাস প্রক্রিয়াকরণের প্ল্যান্টে আগুন লাগে। তৈল প্রক্রিয়াজাতকরণ পদার্থের যাতে কোনও ক্ষতি না হয় তাই সেগুলাে ৩৩০ কিলােমিটার দুরের গুজরাতের হাজিরায় অন্য একটি প্ল্যান্টে গ্যাস পাঠান হয়েছে, টুইটে জানিয়েছে ওই সংস্থা।
প্রত্যক্ষদর্শীদের মতে, উরান প্ল্যান্টে তেল এবং গ্যাস পাইপ লাইনে ভয়াবহ আগুন লাগে এবং মুহুর্তেই ওই আগুন আরও ভয়াবহ রূপ নেয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল বাহিনী, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ওএনজিসি ভারতের বৃহত্তম অপরিশােধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস সংস্থা, যা দেশীয় উৎপাদনে প্রায় ৭০ শতাংশ অবদান রাখে।