মধ্যপ্রদেশের ইন্দোরে মলে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইন্দোরে শপিং মলে আগুন নেভাচ্ছেন দমকল কর্মীরা।

মধ্যপ্রদেশের ইন্দোরে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ইন্দোরের হাই স্ট্রিট অ্যাপেলো শপিং মলে এই ঘটনাটি ঘটেছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনার পর আতঙ্কে ক্রেতাদের মধ্যে ছুটোছুটি শুরু হয়ে যায়। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। তাদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ততক্ষণে মলের একটি বড় অংশ পুড়ে যায়। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও জানা যায় নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।