উত্তরপ্রদেশের ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে ভয়াবহ বিস্ফোরণ, জখম ৮

গুজরাতের পর এবার উত্তর প্রদেশের ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল।বিস্ফোরণের তীব্রতায় ঝলসে যান রিফাইনারির কমপক্ষে আট জন কর্মী। মঙ্গলবার বিকেলে উত্তর প্রদেশের মথুরায় ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। সেই আগুনে ঝলসে যান রিফাইনারির কর্মীরা। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্রের খবর, রিফাইনারিতে একটি ভ্যাকুম ইউনিট চালু করার সময়ই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধের দিকে ভ্যাকুম ইউনিটের সামনে অনেক শ্রমিক কাজ করছিলেন। সে সময় বিস্ফোরণ হয়। তীব্রতা বেশি থাকার কারণে অনেকেই ছিটকে পড়েন। ঝলসেও যান অনেকেই। আচমকা এমন কাণ্ডে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। এরপর ঘটনাস্থল থেকে ১২ জন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে।

প্রাথমিক চিকিৎসার পর চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের আঘাত গুরুতর নয়। কিন্তু বাকি আটজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। এদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক। তাঁদের শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে গিয়েছে বলে খবর। বাকি চার জনের দেহের ৪০ শতাংশ পুড়ে গিয়েছে।


প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, রিফাইনারিতে অ্যাটমোস্ফেরিক ভ্যাকুম ইউনিট চালু করার সময় এই ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই সময় ভ্যাকুমের সামনে কয়েকজন কর্মী ছিলেন। তাঁরাই আগুনে ঝলসে যান। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও সেই শব্দ শোনা গিয়েছিল। মথুরা রিফাইনারির জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, , এদিন ইভিইউ ইউনিট বন্ধই ছিল। রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য মেশিন চালু করতেই বিস্ফোরণ হয়। যাঁরা তখন সেখানে কাজ করছিলেন তাঁরা কয়েক কিলোমিটার দূরে ছিটকে পড়েন। মেশিনের আশেপাশে ৮ থেকে ৯ জন কর্মী ছিলেন। এঁদের  মধ্যে ২ জনের দেহের ৫০ শতাংশ পুড়ে যায় , ২ জনের দেহের ৪০ শতাংশ পুড়ে যায়। বাকি ৪ জনও ২০ শতাংশ দ্বগ্ধ হন। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে দিল্লিতে নিয়ে যাওয়া হয়।

সোমবারও ইন্ডিয়ান অয়েলের গুজরাতের ভাদোদরা ইউনিটের রিফাইনারিতে বিস্ফোরণ হয়। তখন রিফাইনারির স্টোরেজ ট্যাঙ্কে আগুন লেগেছিল। তবে দুর্ঘটনায় কেউ জখম হননি ।