• facebook
  • twitter
Friday, 22 November, 2024

চিনের হুঁশিয়ারি উপেক্ষা করে দলাই লামার সঙ্গে সাক্ষাৎ মার্কিন দলের

ওয়াশিংটন, ১৯ জুন– চিন হুঁশিয়ারি উপেক্ষা করে ভারতে নির্বাসিত তিব্বতি ধর্মগুরু দলাই লামার সঙ্গে বুধবার দেখা করল মার্কিন কংগ্রেসের যৌথ প্রতিনিধিদল৷ আর তাতে দক্ষিণ এশীয় অঞ্চলে চিনের ‘একচেটিয়া দাদাগিরি’র উপর ভারতের কূটনৈতিক সাফল্য কিছুটা হলেও বৃদ্ধি পেল৷ উল্লেখ্য, গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তিব্বত নীতি বিলে সই না করার হুমকি দিয়েছিল চিন৷ ভারতের হিমাচল

ওয়াশিংটন, ১৯ জুন– চিন হুঁশিয়ারি উপেক্ষা করে ভারতে নির্বাসিত তিব্বতি ধর্মগুরু দলাই লামার সঙ্গে বুধবার দেখা করল মার্কিন কংগ্রেসের যৌথ প্রতিনিধিদল৷ আর তাতে দক্ষিণ এশীয় অঞ্চলে চিনের ‘একচেটিয়া দাদাগিরি’র উপর ভারতের কূটনৈতিক সাফল্য কিছুটা হলেও বৃদ্ধি পেল৷
উল্লেখ্য, গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তিব্বত নীতি বিলে সই না করার হুমকি দিয়েছিল চিন৷ ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে দলাই লামার সাক্ষাতের বিষয়েও তীব্র আপত্তি জানিয়েছিল বেজিং কর্তৃপক্ষ৷ তা সত্ত্বেও মার্কিন দলের এই সাক্ষাৎ আমেরিকার তিব্বত নীতি বিলে বাইডেনের স্বাক্ষরকে একধাপ এগিয়ে দিল বলে মনে করা হচ্ছে৷
এই বিলে রয়েছে, শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে ২০১০ সাল থেকে স্তব্ধ আলোচনা চালু করা৷ যার মধ্যে প্রথম বিতর্কিত বিষয়টিই হচ্ছে ‘স্বাধীন’ তিব্বতের উপর চিনের অধিকার-আগ্রাসন খর্ব করা৷ তিব্বতের মানুষের ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং ভাষাগত অস্তিত্বকে মূল্য দিয়ে তাদের পৃথক মর্যাদা প্রদান৷
ধর্মশালার ম্যাকলয়েডগঞ্জে তিব্বতি ধর্মনেতা দলাই লামার বাডি়তে গিয়ে দেখা করেন মার্কিন প্রতিনিধিরা৷ আলোচনার পর প্রতিনিধিদলের সদস্য প্রাক্তন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি চিনকে অভিযুক্ত করে বলেন, ওরা তিব্বতি সংস্কৃতিকে মুছে ফেলার চেষ্টা করছে৷ খোদ দলাই লামা এক্সবার্তায় তিব্বত সমস্যার সমাধান সংক্রান্ত আইনের কপি হাতে ছবি পোস্ট করে লেখেন, এই ফলে তিব্বতের প্রতি আমেরিকার সমর্থন প্রকাশ পেল৷
দলাই লামা লিখেছেন, এর ফলে চিনের সঙ্গে তিব্বত নিয়ে দলাই লামার দীর্ঘদিনের সমস্যা সমাধানের রাস্তা খুলতে পারে৷ মার্কিন প্রতিনিধিদল এদিন জানিয়েছে, দলাই লামার উত্তরসূরি নির্বাচনে চিনের নাক গলানো বরদাস্ত করা হবে না৷ ৭ জনের যৌথ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রিপাবলিকান দলের মিচেল ম্যাককাউল৷ তিনি বলেন, আমি আশা করি একদিন নোবেল জয়ী ধর্মগুরু দলাই লামা এবং সঙ্গীরা শান্তিতে তিব্বতে ফিরে যেতে পারবেন৷ উত্তরসূরি নির্বাচনে চিনের হস্তক্ষেপ আমরা মেনে নেব না৷ প্রেসিডেন্ট জো বাইডেন খুব শীঘ্রই চিন-তিব্বত সমস্যা সমাধানে একটি বিলে সই করবেন৷