গতি ধরল বাজার, তবু সাবধানবাণী

দিল্লি, ৩০ এপ্রিল– মঙ্গলবারের ক্ষতি পুষিয়ে বাড়তি কয়েক ধাপ এগিয়েছে ভারতীয় শেয়ার বাজার৷ যদিও বাজার বিশেষজ্ঞদের সতর্কবার্তা, নির্বাচনের ফল পর্যন্ত সূচক অস্থির থাকবে৷ উল্লেখ্য, বিশ্ব বাজারের পরিস্থিতি অনুকূল থাকা সত্ত্বেও গত শুক্রবার ৬০০ পয়েন্টের বেশি পডে় গিয়েছিল সেনসেক্স৷ লগ্নিকারীদের মুনাফা ঘরে তোলাই ছিল মূল কারণ৷
এ দিন ৯৪১.১২ পয়েন্ট উঠে ৭৪,৬৭১.২৮ অঙ্কে থেমেছে সেনসেক্স৷ নিফ্টি ২২৩.৪৫ পয়েন্টে বেডে় ২২,৬৪৩.৪০৷ তবে সূচকের উত্থানে সংস্থাগুলির শেয়ার সামগ্রিক ভাবে সাড়া দেয়নি৷ মাঝারি মাপের শেয়ারের সূচক এগিয়েছে ০.৭৯%, ছোট শেয়ারের ০.০৭%৷ যা সেনসেক্স (১.২৮%) বা নিফ্টির (১%) ওঠার চেয়ে কম৷ বিএসই-র শেয়ারগুলির মধ্যে ২০১৫টি এগিয়েছে৷ দাম পডে়ছে ১৮৯৪টির৷ তবে ওই বাজারে নথিভুক্ত সংস্থাগুলির মোট শেয়ারমূল্য হয়েছে ৪০৬.৫২ লক্ষ কোটি টাকা৷ যা রেকর্ড৷ আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজ়ার্ভের ঋণনীতির অপেক্ষায় সতর্ক মুদ্রার বাজারেও ডলারের নিরিখে টাকার দাম কমেছে৷ ১ ডলার ৭ পয়সা বেডে় হয়েছে ৮৩.৪৫ টাকা৷
বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা, নির্বাচনের সময়ে কিছুটা অস্থিরতা স্বাভাবিক৷ তবে অর্থনীতির প্রধান শর্তগুলি শক্তিশালী থাকায় সূচককে ধারাবাহিক ও বড় সংশোধনের মুখোমুখিও হতে হয়নি৷ বাজার বিশেষজ্ঞ জানাচ্ছেন, আমেরিকায় ঋণপত্রের ইল্ড কমেছে৷ একে সুদ হ্রাসের ক্ষেত্রে অন্যতম মাপকাঠি হিসেবে ধরে সে দেশের শীর্ষ ব্যাঙ্ক ফেডারাল রিজার্ভ৷ ইরান-ইজরায়েল সংঘর্ষের আশঙ্কা স্তিমিত হয়েছে৷ তীব্র তাপপ্রবাহ সত্ত্বেও আবহাওয়া দফতরের পূর্বাভাসের উপরে ভিত্তি করে ভাল বর্ষার আশাও করছেন লগ্নিকারীরা৷ এ সবের প্রভাব পডে়ছে বাজারে৷ তবে ভূ-রাজনৈতিক অবস্থা কোন দিকে গড়াবে তা বলা যাচ্ছে না৷ ভোটের সময়ে বাজার সাধারণত অস্থির থাকে৷ সরকার গঠন পর্যন্ত দোলাচল চলবে৷
এ দিন এশিয়ার বাজারে গতির পাশাপাশি, সূচককে এগোতে সাহায্য করেছে আইসিআইসিআই ব্যাঙ্কের মুনাফা বৃদ্ধি৷ তাদের শেয়ার দর ৫% বৃদ্ধির প্রভাব পডে়ছে স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইন্দাসইন্ড ব্যাঙ্ক ও কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে৷ ভাল বেডে়ছে পরিকাঠামো শিল্পের শেয়ারগুলিও৷