• facebook
  • twitter
Monday, 16 September, 2024

সুপ্রিম কোর্টের নির্দেশ শিকেয় তুলে মহারাষ্ট্রে পাশ মারাঠা সংরক্ষণ বিল

মুম্বই, ২০ ফেব্রুয়ারি– মহারাষ্ট্র বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল ঐতিহাসিক মারাঠা সংরক্ষণ বিল৷ একনাথ শিণ্ডে সরকারের আনা বিলটি এবার শুধুমাত্র রাজ্যপালের সইয়ের অপেক্ষায়৷ তারপরই এটি আইনে পরিণত হবে৷ মারাঠা সংরক্ষণ আইন পাশ হয়ে গেলে মহারাষ্ট্রে চাকরি এবং শিক্ষাক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ পাবেন মূলনিবাসী মারাঠারা৷ এর আগে রাজ্যে মোট ৫২ শতাংশ সংরক্ষণ ছিল৷ নতুন বিল পাশ

Eknath Shinde, Devendra Fadnavis.

মুম্বই, ২০ ফেব্রুয়ারি– মহারাষ্ট্র বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল ঐতিহাসিক মারাঠা সংরক্ষণ বিল৷ একনাথ শিণ্ডে সরকারের আনা বিলটি এবার শুধুমাত্র রাজ্যপালের সইয়ের অপেক্ষায়৷ তারপরই এটি আইনে পরিণত হবে৷
মারাঠা সংরক্ষণ আইন পাশ হয়ে গেলে মহারাষ্ট্রে চাকরি এবং শিক্ষাক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ পাবেন মূলনিবাসী মারাঠারা৷ এর আগে রাজ্যে মোট ৫২ শতাংশ সংরক্ষণ ছিল৷ নতুন বিল পাশ হওয়ায় তা গিয়ে দাঁড়াল ৬২ শতাংশে৷ মহারাষ্ট্র স্টেট সোশ্যালি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ডস বিল ২০২৪-এ বলা হয়েছে, আগামী ১০ বছর বাদে এই সংরক্ষণের পরিমাণ খতিয়ে দেখা হবে৷ মারাঠা রাজ্য ওবিসি কমিশনের রিপোর্টের পরই এই বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি মহারাষ্ট্র সরকারের৷

যদিও এই বিল নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে রাজনীতিক মহলে৷ কারণ এই বিলটি আইনে পরিণত হলে মারাঠাদের সংরক্ষণ দাঁড়াবে ৬২ শতাংশে৷ যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনও রাজ্যেই ৫০ শতাংশের বেশি সংরক্ষণ বাঞ্ছনীয় নয়৷

আপাতত মহারাষ্ট্র সরকার সেই নির্দেশ শিকেয় তুলে রাখল৷ আসন্ন লোকসভা ভোটের আগে মহারাষ্ট্রে বিজেপি সরকারের এই সিদ্ধান্তকে মাস্টার স্ট্রোক হিসেবে দেখছে রাজনৈতিক মহল৷ এর আগে ছত্তিশগড়, রাজস্থান এবং ওড়িশাতেও সুপ্রিম কোর্টের এই নির্দেশ শিকেয় তুলে সংরক্ষণ করা হয়েছিল৷ পরে আবার সেই সংরক্ষণ খারিজ হয়ে গিয়েছে৷

উত্তরপ্রদেশের পর সবচেয়ে বেশি লোকসভা আসন রয়েছে মহারাষ্ট্রেই৷ রাজ্যের ৩০ শতাংশ অধিবাসী মারাঠা সম্প্রদায়ের৷ নতুন বিল পাশ করায় বিজেপি মারাঠাদের একচেটিয়া সমর্থন পেয়ে যেতে পারে বলেও মনে করছেন অনেকে৷