• facebook
  • twitter
Friday, 22 November, 2024

পাকিস্তানকে ক্রমাগত উসকানি দিলে পরমাণু বোমা মারতে পারে: মণিশঙ্কর

অমৃতসর, ১০ মে– ফারুক আবদ্দুল্লার পর মণিশঙ্কর আইয়ার৷ পাকিস্তানের গুণগান৷ সাম পিত্রোদার ঝড় এখনও কংগ্রেস সামাল দিয়ে উঠতে পারেনি৷ এরই মাঝে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার ফের বোমা ফাটালেন৷ শুক্রবার পরমাণু বোমা মারতে পারে, ওদের সমীহ করা উচিত, কংগ্রেস নেতার মন্তব্যে উত্তাল ঝড়কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার এবং রাজনৈতিক বিতর্ক নতুন কিছু নয়৷ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার

অমৃতসর, ১০ মে– ফারুক আবদ্দুল্লার পর মণিশঙ্কর আইয়ার৷ পাকিস্তানের গুণগান৷ সাম পিত্রোদার ঝড় এখনও কংগ্রেস সামাল দিয়ে উঠতে পারেনি৷ এরই মাঝে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার ফের বোমা ফাটালেন৷
শুক্রবার পরমাণু বোমা মারতে পারে, ওদের সমীহ করা উচিত, কংগ্রেস নেতার মন্তব্যে উত্তাল ঝড়কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার এবং রাজনৈতিক বিতর্ক নতুন কিছু নয়৷ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার সুরেই আইয়ার বলেছেন, পাকিস্তানকে সমীহ করে চলুক ভারত৷ তা না হলে ওরা পরমাণু বোমা মারতে পারে৷ এটুকু বলেই থেমে থাকেননি প্রাক্তন কূটনীতিক এবং পাকিস্তানের পক্ষে বরাবর সরব আইয়ার৷ বলেছেন, যদি কোনও উন্মাদ ব্যক্তি লাহোরে পরমাণু বোমা মারেন, তাহলে তার তেজস্ক্রিয়তা অমৃতসরে পৌঁছতে ৮ সেকেন্ড সময়ও নেবে না৷ মনে রাখতে হবে, পাকিস্তানের হাতেও পরমাণু বোমা আছে৷ আমাদের কাছেও আছে৷
তবে মণিশঙ্কর আইয়ারের এই কথার পরই ময়দানে নেমে পড়েছে বিজেপি৷ দলের নেতা শেহজাদ পুনাওয়ালা এই মন্তব্যের নিন্দায় বলেন, প্রতিবেশী দেশের প্রতি কংগ্রেসের ভালোবাসা কোনওদিন যাওয়ার নয়৷ পাকিস্তানের প্রতি কংগ্রেসের প্রেম দীর্ঘদিনের৷ আইয়ার হলেন সেই কংগ্রেস নেতা যিনি নরেন্দ্র মোদি সরকারকে গদিচু্যত করতে পাকিস্তানের কাছে ভিখ মাগতে গিয়েছিলেন, বলেন পুনাওয়ালা৷
মণিশঙ্করের এই পাক গুনগানে কংগ্রেসের মাথায় বাজ৷ কারণ, ভারতের বিদেশ নীতির সমালোচনা করতে গিয়ে আইয়ার বলেছেন, সরকার ইচ্ছে করলে পাকিস্তানের বিরুদ্ধে গরম গরম কথা বলতেই পারে৷ কিন্ত্ত প্রতিবেশী দেশকে সমীহ না করে চললে তার চরম মূল্য চোকাতে হতে পারে৷ আইয়ারের মতে, পাকিস্তানের সঙ্গে ভারত আলোচনায় বসতে পারে৷ কিন্ত্ত, প্রতিবেশী দেশকে পেশিশক্তি দেখালে ফল বিপরীত হতে পারে৷ পাকিস্তানকে ক্রমাগত উসকানি দিতে থাকলে তারা পরমাণু শক্তি প্রয়োগ করতে পারে৷ মণিশঙ্কর আইয়ারের কথায়, আমরা যদি ওদের সম্মান দিই, তাহলে ওরাও শান্তিতে থাকবে৷ কিন্ত্ত, আমরা যদি ওদের জ্বালাতন করি তাহলে কোনও উন্মাদ ব্যক্তি যদি ভারতে পরমাণু বোমা ছোডে় তাহলে ফলটা কী হবে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আড়াল থেকে আক্রমণ শানিয়ে তিনি আরও বলেন, একজন যখন বিশ্বগুরু হওয়ার কাজে ব্যস্ত, যখন গত ১০ বছরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঠিক করার কোনও কাজই হয়নি৷ লোকসভা নির্বাচনে বরাবরের মতো এবারও পাকিস্তান প্রসঙ্গ এসেছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস নেতা রাহুল গান্ধির নাম করে পাকিস্তানকে জডি়য়ে তাঁর সম্পর্কে টিপ্পনি করেছেন৷ প্রধানমন্ত্রীর কথায়, পাকিস্তান কংগ্রেসের শাহাজাদাকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়৷ এছাড়াও প্রধানমন্ত্রী মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি নিকেশ করার হুঁশিয়ারি দিয়েছেন৷ পাক অধিকৃত কাশ্মীরকে উদ্ধার করে ভারতের অংশ করে নেওয়ার কথা হামেশাই বলে থাকেন বিজেপি নেতারা৷ সম্প্রতি এইসব কথারই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা৷ প্রতিরক্ষামন্ত্রীকে তাঁর পরামর্শ, মনে রাখবেন, পাকিস্তান চুডি় পরে বসে নেই৷ ওদের হাতেও পরমাণু বোমা আছে৷