মানুষ যদি সংবিধান মেনে চলেন তবে মণিপুরের চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠা সম্ভব। কঠিন সময়ে কাজ করার দিক নির্দেশও করে সংবিধান। রবিবার একথা বলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এন কোটিশ্বর সিং। তিনি বলেন, বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রতিনিধি দল শনিবার চুরাচাঁদপুর ও বিষ্ণুপুর জেলা সফরের সময় মানুষের মধ্যে অনেক আশার আলো দেখেছে। মণিপুর হাইকোর্ট প্রতিষ্ঠার ১২ তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি সিং বলেন, ‘সৌভাগ্যক্রমে আমাদের সংবিধান রয়েছে যা আমাদের দেশে কাজ করার জন্য দিকনির্দেশ করে।’
উত্তর পূর্বের রাজ্য মণিপুরের হিংসা-বিধ্বস্ত বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে মণিপুরে গিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির প্রতিনিধিদল। ওই প্রতিনিধিদলে রয়েছেন বিচারপতি সিংহও। শনিবার শীর্ষ আদালতের বিচারপতিরা চুরাচাঁদপুর জেলায় একটি ত্রাণশিবিরে গিয়েছিলেন। তবে বিচারপতি সিংহ সেই সময় ত্রাণশিবিরে ছিলেন না। মণিপুর হাইকোর্ট স্থাপনার দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে রবিবার বক্তৃতা করছিলেন তিনি। ওই সময়েই মণিপুরবাসীকে সংবিধান মেনে চলার পরামর্শ দেন বিচারপতি।
বিচারপতি সিং বলেন, এমন কিছু করা উচিত নয়, যা দেশকে দুর্বল করে। বরং দেশকে শক্তিশালী করতে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দেন বিচারপতি। তিনি বলেন, ‘চুরাচাঁদপুরের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে এবং এখানে একটি প্রাণবন্ত সম্প্রদায় রয়েছে। ইম্ফল থেকে প্রচুর মানুষ বিভিন্ন কারণে চুরাচাঁদপুরে যেতেন। আইন ব্যবস্থা ও বিচার ব্যবস্থায় আমরা চুরাচাঁদপুরের অবদান দেখেছি। এটি মণিপুর হাইকোর্টের দুজন বিশিষ্ট বিচারককে তৈরি করেছে।’
বিচারপতি সিং অনুষ্ঠানে উপস্থিত আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে, কঠোর পরিশ্রম ও আন্তরিকতাকে স্বীকৃতি দেওয়া হবে। নিজেকে অবহেলিত মনে করবেন না। আপনি মণিপুরের মতো দূরবর্তী রাজ্যে রয়েছেন বলে নিজেকে বঞ্চিত মনে করবেন না। মন দিয়ে কাজ করে যান। কঠোর পরিশ্রম সর্বদাই স্বীকৃত।’
বিচারপতিরা চুরাচাঁদপুর জেলায় একটি আইনি পরিষেবা শিবির, একটি চিকিৎসা শিবির এবং একটি আইনি সহায়তা ক্লিনিকের উদ্বোধন করেন। উত্তর-পূর্বের এই রাজ্যটিতে বর্তমানে রাষ্ট্রপতির শাসন জারি রয়েছে। ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরের হিংসায় ২৫০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হাজারেরও বেশি মানুষ। লাগাতার অশান্তির কারণে এই রাজ্যে গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির শাসন জারি হয়। রাষ্ট্রপতি শাসনের আবহে রাজ্যপাল অজয় ভল্লাই মণিপুরের দায়িত্ব সামলাচ্ছেন। এই পরিস্থিতিতে শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রতিনিধি দল মণিপুরের ঘরছাড়াদের সঙ্গে দেখা করেন।বিচারপতি গাভাই ছাড়াও ছিলেন শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি এমএম সুন্দরেশ, বিচারপতি কেভি বিশ্বনাথন।