• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

রাষ্ট্রপতি শাসনের মধ্যেও অশান্ত মণিপুর

বাড়ল আফস্পা

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরে এবার মণিপুরে আফস্পার এলাকা এবং মেয়াদ বাড়াল কেন্দ্র। আগামী ৬ মাসের জন্য গোটা রাজ্যে বলবৎ থাকবে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন। কেবল মণিপুর নয়, উত্তর-পূর্বের আরও দুই রাজ্য নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আফস্পা জারি করা হয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি অশান্তি কবলিত মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি হয়েছিল। তারপর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতিতে কাজ শুরু করে দিয়েছিল কেন্দ্র। সে রাজ্যের নিরাপত্তা আধিকারিক এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভাল্লাও। ৮ মার্চের মধ্যে রাজ্যের সব রাস্তাঘাটে নির্বিরোধে যান চলাচল সুনিশ্চিত করতে হবে বলে বার্তা দিয়েছিলেন শাহ। কিন্তু তারপরেও বারবার অগ্নিগর্ভ হয়ে উঠেছে মণিপুর।

এহেন পরিস্থিতিতে উত্তর-পূর্বের তিন রাজ্যের বেশ কয়েকটি নতুন এলাকা আফস্পার আওতায় নিয়ে এল কেন্দ্র। রবিবার অমিত শাহের মন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছে, ১৩টি থানা এলাকা বাদ দিয়ে গোটা মণিপুরে বলবৎ থাকবে আফস্পা। এছাড়াও অরুণাচল প্রদেশের তিরাপ, চাংলাং, লংডিং জেলা এবং তিনটি থানা এলাকায় আফস্পা চাপানো হয়েছে। নাগাল্যান্ডের আটটি জেলা এবং ২১টি থানা এলাকাতেও আগামী ৬ মাস বলবৎ থাকবে আফস্পা।

সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পা তোলার দাবিতে মণিপুরে ইরম শর্মিলা চানু-র অনশনের কথা সবার জানা। কিন্তু সেই আইনের বলেই মণিপুরে শান্তি ফেরাতে মরিয়া কেন্দ্র। এরপর পাঁচের পৃষ্ঠায়