উত্তর-পূর্বাঞ্চলে যাঁরা বেড়াতে আসবেন, তাঁদের জন্য সুখবর। উত্তর-পূর্বাঞ্চলে কেন্দ্রীয় সরকার একটি নতুন বিমান পরিষেবা শুরু করেছে। বুধবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। বীরেন সিংয়ের সঙ্গে তিনি তিনটি রুটে অ্যালায়েন্স এয়ারের ফ্লাইটের সূচনা করেছেন। যার মধ্যে দুটি নতুন রুটও অন্তর্ভুক্ত।
অ্যালায়েন্স এয়ার এখন ইম্ফল থেকে কলকাতা, কলকাতা থেকে ইম্ফল, ইম্ফল থেকে গুয়াহাটি পর্যন্ত ফ্লাইট পরিচালনা করবে এবং তারপরে আরঈ নতুন রুট যুক্ত করবে। রাজ্যের ফ্যাসিলিটি গ্যাপ ফান্ডিং-এর সহায়তায় এই ফ্লাইটগুলি পরিচালিত হয়েছে।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু তাঁর ভাষণে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের প্রশংসা করেন। কেন্দ্রীয় সরকার ‘পূর্বে পদক্ষেপ নিন, দ্রুত পদক্ষেপ নিন, প্রথমে পদক্ষেপ নিন’ এই মন্ত্রের মাধ্যমে উত্তর-পূর্বের উন্নয়নকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সমান করে তোলার জন্য কাজ করছে। তিনি বলেন, আগামী সময়ে আরও নতুন ফ্লাইট শুরু করার কাজ চলছে। শীঘ্রই আরও কিছু ফ্লাইটের অনুমতি দেওয়া হবে, যার ফলে মানুষ ভ্রমণ করতে সহজ হবে।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই নতুন উড়ানগুলি সংযোগ বৃদ্ধি করবে। এর ফলে বিনিয়োগের সামগ্রিক চিত্রের উন্নতি হবে। এটি রাজ্যে ব্যবসা করা সহজ করে তুলবে, মণিপুরের জনগণের জন্য কর্মসংস্থান এবং নতুন সুযোগ তৈরি করবে। ইম্ফল থেকে অ্যালায়েন্স এয়ারের তিনটি ফ্লাইটের মাধ্যমে মণিপুর তার থ্রিটি – বাণিজ্য, ভ্রমণ এবং পর্যটন – প্রচারের লক্ষ্যে কাজ করছে।
তিনি বলেন, ইম্ফল বিমানবন্দর সহ সমগ্র উত্তর-পূর্বের বিমানবন্দরগুলির জন্য একটি মাস্টার প্ল্যান ২০৪৭ তৈরি করা হয়েছে। রাজ্য সরকারের ব্যাপক সহায়তায় পদ্ধতিগত অগ্রগতি চলছে।
উড়ান প্রকল্পের আওতায় এ পর্যন্ত এই অঞ্চলে ১০টি বিমানবন্দর এবং ২টি হেলিপোর্ট চালু হয়েছে। এছাড়াও, ১২টি হেলিকপ্টার রুট সহ মোট ৯০টি আরসিএস রুটও চালু হয়েছে।