৭ বছরে ১৯ হাজার একর আফিম নষ্ট করেছে মণিপুর সরকার

আফিম চাষ বন্ধ করতে তৎপর মণিপুর সরকার। উত্তর-পূর্বের রাজ্য মণিপুর ক্রমাগত আফিমের অবৈধ চাষ রোধ করছে। মণিপুর সরকারের প্রকাশিত একটি সরকারি প্রতিবেদন অনুসারে, ২০১৭ সাল থেকে অন্তত ১২টি জেলায় প্রায় ২০ হাজার একর অবৈধ আফিম চাষ ধ্বংস করা হয়েছে।

রাজ্য সরকারের মতে, গত ৭ বছরে মণিপুরে মোট ১৯১৩৫.৬০ একর অবৈধ আফিম চাষ ধ্বংস করা হয়েছে। এই সময়ের মধ্যে, কাংপোকপি জেলায় সর্বাধিক ৪৪৫৪.৪ একর আফিম চাষ ধ্বংস করা হয়েছে। কাংপোকপি জেলার পরেই রয়েছে উখরুল জেলায়। এই জেলায় ৩৩৪৮ একর এবং চুরাচাঁদপুর জেলায় ২৭১৩.৮ একর আফিম চাষ ধ্বংস করা হয়েছে। রিমোট সেন্সিং এবং জিআইএস কৌশল ব্যবহার করে আফিম চাষের এলাকার ম্যাপিং এবং মূল্যায়ন সম্পর্কিত একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

রাজ্য পুলিশের ‘নারকোটিক্স অ্যান্ড অ্যাফেয়ার্স অফ বর্ডার’ শাখার দেওয়া তথ্যের ভিত্তিতে মণিপুর রিমোট সেন্সিং অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে অবৈধ চাষ চিহ্নিত করা হয়। অন্যান্য জেলায় যেখানে অবৈধ আফিম চাষ ধ্বংস করা হয়েছে, তার মধ্যে রয়েছে টেংনুপাল জেলার ২৫৭৫ একর, চান্দেলে ১৯৮২.৫ একর এবং সেনাপতিতে ১৬৮২ একর। ২০২১-২২ সালে, রাজ্যের ৯টি জেলায় আফিম চাষের আওতাধীন এলাকা ছিল ২৮৫৯৮.৯১ একর, যা ২০২৩-২৪ সালে কমে গিয়ে মাত্র ১১২৮৮.১ একর হয়েছে।


সমীক্ষা অনুসারে, সরকারি অভিযানের ফলে আফিমের অবৈধ চাষ কমতে শুরু করে। ২০২২-২৩ সালের তুলনায় ২০২৩-২০২৪ সালে আফিম চাষ ৩২.১৩ শতাংশ কমেছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্ট করে এই তথ্য জানিয়েছেন।