• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যেতে চান মমতা ব্যানার্জী

সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলের প্রতিক্রিয়া হিসাবে রাহুল গান্ধির পদত্যাগের প্রস্তাবের পর এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা ব্যানার্জী(ছবি-IANS)

সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলের প্রতিক্রিয়া হিসাবে রাহুল গান্ধির পদত্যাগের প্রস্তাবের পর এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ দক্ষিণ কলকাতার কালীঘাটে তাঁর বাসভবনে এক মিটিং ডাকেন মমতা।মূলত নির্বাচনের ফলাফল খতিয়ে দেখতে এই মিটিং ডাকা হয়।নির্বাচনে জয়ী এবং পরাজিত সকল প্রার্থীদের উপস্থিত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, তিনি ভোটের রেজাল্ট খতিয়ে দেখতে চেয়ে এবং সব প্রার্থী এবং জেলা সভাপতির থেকে ভুলচুকগুলি জানতে চেয়ে তিনি এই মিটিং ডাকেন।

বামফ্রন্টের ২২-২৩% ভোট বিজেপির কাছে হস্তান্তর হয়ে যাওয়ায় বাংলার রাজনীতি উলোটপালট হয়ে গিয়েছে।বিজেপি রাজ্যের ৪২টি আসনের মধ্যে ১৭টি আসন পেয়েছে।২০১৪-এ বিজেপির প্রাপ্ত আসন ছিল মাত্র দুটি।

সাম্প্রদায়িক পক্ষপাতিত্ব এবং ভোটারদের শাসানোর বিরুদ্ধে ইতিমধ্যেই গলা তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার তাঁর দাবি তিনি মুখ্যমন্ত্রিত্ব ত্যাগ করতে চান, যদিও দলের প্রেসিডেন্টের পদ থেকে সরবেন না তিনি।