মালদার মাটিতে দাঁড়িয়ে বিজেপি ও কংগ্রেসকে নিশানা মমতার

মালদা, ৩১ জানুয়ারি: আজ, বুধবার কংগ্রেস ও তৃণমূলের রাজনৈতিক তরজায় সরগরম উত্তরবঙ্গ। একদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আজ বিহার থেকে মালদহে প্রবেশ করেছে, অন্যদিকে মালদহের ডিএসএ স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়ের পরিষেবা প্রদান অনুষ্ঠান। এই দুইয়ের মাঝে ফের স্বভাব সুলভ ভঙ্গিমায় জ্বলে উঠলেন মুখ্যমন্ত্রী। তিনি একদিকে কেন্দ্রের শাসকদল বিজেপি ও অন্যদিকে ইন্ডিয়া জোটের মূল কান্ডারি কংগ্রেসকে নিশানা করেন। কার্যত দলকে একলা চলার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো।

এদিকে আজই সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। সেখানে কেন্দ্র সরকার তাঁর দশ বছরের কাজের ফিরিস্তি পেশ করেছে রাষ্ট্রপতির স্বাগত ভাষণকে হাতিয়ার করে। এইসব কিছুর প্রচ্ছন্ন প্রতিক্রিয়া বেরিয়ে এলো মমতার গলায়।

তিনি আজ মালদহে বলেন,’আমি কংগ্রেসকে বললাম, সিপিআইএম-এর সঙ্গ আগে ছাড়ো। সিপিএম-কে কখনও ক্ষমা করব না।’ এরপর মমতা এক এক করে বাম জমানায় কংগ্রেসের নেতা-কর্মীদের ওপর সিপিএম-এর অত্যাচারের বেশ কিছু নজির তুলে ধরেন। এবং লোকসভা ভোটে সুবিধা নিতে বামেদের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি রাজ্যে জনসমর্থন তলানিতে পৌঁছনো কংগ্রেস ও সিপিএম-এর জোটের সমালোচনা করেন।


প্রসঙ্গত এর আগে তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেসকে পরামর্শ দিয়েছিলেন, রাজ্যে যেখানে কংগ্রেসের সংগঠন ও জনসমর্থন নেই, সেখানে প্রার্থী না দিতে। তার ফলে পরোক্ষে বিজেপি-কে শক্তিশালী করা হবে বলে মমতার অভিমত। কিন্তু সেই পরামর্শে কোনও সাড়া না দেওয়ায় কংগ্রেসকে এক হাত নেন মমতা। তিনি বলেন, বিজেপির হাত শক্তিশালী করছে সিপিএম ও কংগ্রেস। জোটবদ্ধ না হয়ে ভোট ভাগ করার অর্থ যে কার্যত বিজেপি-কে সুবিধা করে দেওয়া, সেই ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী। এরপর মুখ্যমন্ত্রী কেন্দ্রের শাসকদল বিজেপি-র বিরুদ্ধে একের পর এক সাঁড়াশি আক্রমণ করেন।

এদিন মমতা মালদহের পরিষেবা প্রদান অনুষ্ঠানে বলেন,’বিজেপির বিরুদ্ধে আমরা একাই লড়ব। বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। অনেকে ভোটের আগে রাজনীতি করতে আসে। আমি রাজনীতি করতে কম আসি। বিজেপিকে একমাত্র তৃণমূল কংগ্রেসই হারাতে পারে। আমি ১ কোটির বেশি কন্যাশ্রী দেখতে চাই। মালদহের জন্য কংগ্রেস কিছুই করেনি। বিজেপি জল প্রকল্প নিয়ে মিথ্যে প্রচার করছে। আমরা না থাকলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। ৭৫ শতাংশ প্রকল্পের টাকা রাজ্যই দেয়।’

এদিন রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়েও মুখ্যমন্ত্রী ক্ষোভ উগরে দেন। একের পর এক সরকারি প্রকল্পের টাকা আটকে রাখার প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন,’বাংলার টাকা আটকে রাখা হয়েছে। ওবিসিদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। বিজেপিকে টাইট দিতে পলিটিক্যাল ফাইট আমরাই দিতে পারি। সিপিএমের সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস। হকের টাকা আদায় করতে আমার সঙ্গে ধর্না দিন। বকেয়া টাকা না পেলে ২ ফেব্রুয়ারি থেকে ধর্না।’

কেন্দ্রকে আক্রমণের সময় মমতা বাংলার সীমান্ত সমস্যা প্রসঙ্গও তুলে ধরেন মালদাবাসীর সামনে। তিনি বলেন, ‘বর্ডারে বর্ডারে বিএসএফ অত্যাচার করছে। ভয় পাবেন না, বিএসএফ বাড়বাড়ি করলে স্থানীয় পুলিসকে জানান। বিএসএফ সীমান্তে কার্ড দিচ্ছে, ওদের থেকে ইনার পারমিট কার্ড নেবেন না। বাংলায় এনআরসি করতে দেব না।’