• facebook
  • twitter
Tuesday, 1 April, 2025

মনমোহনের স্মৃতিচারণায় মমতা, শোকজ্ঞাপন অভিষেকেরও

মমতার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মনমোহন সিংয়ের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন। তাঁকে দেশের অন্যতম সেরা রাষ্ট্রনায়ক বলেও উল্লেখ করেন তিনি।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ফাইল চিত্র

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগতভাবে তিনি মনমোহনকে ‘মিস’ করবেন বলেও জানান। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহজির প্রয়াণে আমি শোকস্তব্ধ, ব্যথিত। কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁর সঙ্গে কাজ করেছি, তাঁকে কাছ থেকে দেখেছি। তাঁর পাণ্ডিত্য এবং প্রজ্ঞা প্রশ্নাতীত। তাঁর হাতে হওয়া দেশের অর্থনৈতিক সংস্কার সর্বজন স্বীকৃত। মনমোহন সিংয়ের অভিভাবকত্বের অভাব বোধ করবে দেশ। আমি ওঁর স্নেহের অভাব অনুভব করব। ওঁর পরিবার, বন্ধু, অনুগামীদের সমবেদনা জানাই।’

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন মনমোহন সিং। তারপর তাঁকে তড়িঘড়ি এইমস–এ আনা হয়। সেখানেই রাত ৯ টা বেজে ৫১ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মমতার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মনমোহন সিংয়ের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন। তাঁকে দেশের অন্যতম সেরা রাষ্ট্রনায়ক বলেও উল্লেখ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, ‘অন্যতম সেরা রাষ্ট্রনায়ক মনমোহন সিংহকে হারাল ভারত। তাঁর কৃতিত্ব প্রধানমন্ত্রিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতের অর্থনৈতিক সংস্কারের নায়ক ছিলেন তিনি। পাশাপাশি দেশের ভবিষ্যতের রূপকার ছিলেন। দূরদর্শিতাই নেতৃত্বের সেরা গুণ, তাই তিনি দেখনদারি ছাড়াই নীরবে কাজ করে গিয়েছেন। এই অপূরণীয় ক্ষতিতে ওঁর পরিবার এবং শোকার্ত সকলকে সমবেদনা জানাই।’

News Hub