লোকসঙ্গীত শিল্পী সারদা সিনহার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন পদ্মভূষণ সারদা সিনহা। ২৫ অক্টোবর তাঁকে দিল্লির এইমস–এ ভর্তি করা হয়েছিল। গত সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়েছে।
শিল্পীর অসুস্থতার খবর পেয়ে মঙ্গলবার সকালে সারদা সিনহার ছেলেকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে তিনি শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি চিকিৎসায় সবরকমভাবে সাহায্যের আশ্বাস দেন মোদী।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যার পর সারদা সিনহাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যার দিকে তাঁর মৃত্যুর খবর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু তাঁর ছেলে তখন জানান, মা ভেন্টিলেটরে রয়েছেন। গুজবে কান দেবেন না। এরপর রাতের দিকে শিল্পীর মৃত্যুর খবর পাওয়া যায়।
মঙ্গলবার রাতে মৃত্যুর খবর সামনে আসতেই এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, জনপ্রিয় লোক সঙ্গীত শিল্পী সারদা সিনহার প্রয়াণে অত্যন্ত দুঃখিত। তাঁর গাওয়া মৈথেলী, ভোজপুরী লোকগীতি গত কয়েক দশকে খুব জনপ্রিয় হয়েছে। ছট পুজো নিয়ে তাঁর গাওয়া গান সবসময় মানুষের মনে জায়গা করে থাকবে। ওঁনার মৃত্যু সঙ্গীত জগতের জন্য অপূরণীয় ক্ষতি। এই শোকের সময়ে পরিবার পরিজন ও অনগামীদের সমবেদনা জানাই। ওম শান্তি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এক্স হ্যান্ডেলে লেখেন, ‘তাঁর সুরেলা কণ্ঠের কারণে ‘বিহার কোকিলা’ নামেও তিনি পরিচিত। ভোজপুরি, মৈথিলী এবং মাগধী ভাষায় তাঁর গানগুলি সর্বদা আমাদের স্মরণে থাকবে। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’
কয়েকদিন আগে সারদা সিনহার স্বামী ব্রজ কিশোর সিনহার মৃত্যু হয়েছিল। চলতি বছরের শুরুর দিকে ৫৪ তম বিবাহবার্ষিকী একসঙ্গে পালন করেছিলেন সারদা ও ব্রজ কিশোর। আর এই বছর তাঁদের দুজনেরই মৃত্যু হল। উল্লেখ্য, লোক সঙ্গীতের পাশাপাশি ম্যায়নে প্যায়ার কিয়া, হাম আপকে হ্যায় কৌন সহ একাধিক ছবিতে প্লে ব্যাক করেছেন সারদা সিনহা।