শুক্রবার দিল্লি পৌঁছে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, তাঁদের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনসহ একাধিক বিষয় নিয়ে প্রায় তিরিশ মিনিট কথা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফরে কোনও ঘোষিত রাজনৈতিক কর্মসূচি ছিল না তবে পর্যবেক্ষক মহলের ধারণা ছিল, রাষ্ট্রপতি নির্বাচনসহ আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোট ইত্যাদি ইস্যুতে অবিজেপি নেতাদের সঙ্গে মমতার বৈঠক প্রত্যাশিতই ছিল।
সেই ধারণাকে সত্যি করে শুক্রবারই সন্ধেয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি গেলেন মমতা।
আগামী জুলাই মাসে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা বিজেপির বিরুদ্ধে অ-বিজেপি নেতাদের জোট প্রার্থী দেওয়ার জল্পনা চলছে রাষ্ট্রপতি পদের জন্য।
এই পরিস্থিতিতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেই এই ইস্যুতে প্রথম আলোচনা সারলেন মমতা।