দেশে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে, দাবি কেন্দ্রের

প্রতীকী ছবি।

২০১৫-২০২৩ সালের মধ্যে ম্যালেরিয়ার ঘটনা ও মৃত্যু প্রায় ৮০ শতাংশ হ্রাস পেয়েছে। আক্রান্তের সংখ্যা ২০১৫ সালে ১১,৬৯,২৬১ থেকে ২০২৩ সালে ২,২৭,৫৬৪-এ নেমে এসেছে। মৃত্যুর সংখ্যা ৩৮৪ থেকে কমে মাত্র ৮৩ হয়েছে। বুধবার সরকার জানিয়েছে, ভারত ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত হওয়ার স্বপ্ন দেখছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিভিন্ন রাজ্যের ১২২টি জেলায় ম্যালেরিয়া আক্রান্তের হদিশ মেলেনি।

১৯৪৭ সালে স্বাধীনতার সময়, ম্যালেরিয়া জনস্বাস্থ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি ছিল। বার্ষিক আনুমানিক ৭.৫ কোটি কেস এবং ৮০০,০০০ জন মারা যায়। কয়েক দশক ধরে, নিরলস প্রচেষ্টা এই সংখ্যাগুলি ৯৭ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। ২০২৩ সালের মধ্যে কেসের সংখ্যা মাত্র ২ মিলিয়নে নেমে এসেছে এবং মৃত্যুর সংখ্যা মাত্র ৮৩-এ নেমে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) দ্বারা প্রকাশিত সর্বশেষ বিশ্ব ম্যালেরিয়া রিপোর্ট ২০২৪, ভারতের উল্লেখযোগ্য লাভ করেছে। ভারতের সাফল্যের মধ্যে রয়েছে – ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে ম্যালেরিয়ার ঘটনা এবং ম্যালেরিয়াজনিত মৃত্যু উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। ২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাই বার্ডেন টু হাই ইমপ্যাক্ট (এইচবিএইচআই) গ্রুপ থেকে ভারতকে বাদ দিয়েছে। ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত দেশ হতে পারে ভারত।


২০১৫ সালে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে হাই বার্ডেন (ক্যাটাগরি ৩) হিসেবে চিহ্নিত করা হয়। ২০২৩ সালে মাত্র দুটি রাজ্য (মিজোরাম ও ত্রিপুরা) ক্যাটাগরি ৩-এ রয়েছে, যেখানে ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং মেঘালয়ের মতো চারটি রাজ্যে আক্রান্তের সংখ্যা কমেছে এবং ক্যাটাগরি ২-এ চলে গিয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ এবং দাদরা ও নগর হাভেলিতে উল্লেখযোগ্যভাবে সংক্রমণের সংখ্যা হ্রাস পেয়েছে এবং ২০২৩ সালে ক্যাটাগরি ১-এ চলে এসেছে।

ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট (আইভিএম) ভারতের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ প্রচেষ্টার মূল বিষয়। ইন্ডোর রেসিডুয়াল স্প্রে (আইআরএস) এবং দীর্ঘস্থায়ী কীটনাশক জাল (এলএলআইএন) বিতরণের মতো কৌশলগুলি মশার জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। এর ফলে সংক্রমণ চক্রকে ব্যাহত হয়েছে।