অভিষেকের ট্যুইট শেয়ার করে মালাইকার প্রশ্ন বিচারে বিলম্ব কেন ? 

Malaika Arora

আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায়  তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ. এই নৃশংস ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সমাজের প্রত্যেক স্তরের মানুষ। টলিউডের পাশাপাশি সরব বলিউডও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত জানিয়েছেন আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানারা। এবার এই ঘটনার বিচার প্রক্রিয়া বিলম্ব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট শেয়ার করলেন বলি অভিনেত্রী মালাইকা অরোরা। তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেল অভিষেকের বার্তা – ‘জাগো ভারত’।

গত ৯ আগস্ট আর জি করের নারকীয় ঘটনার কয়েকদিন পরই সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এমন স্পর্শকাতর ইস্যুর তদন্তে আসলে কী করছে কেন্দ্রীয় সংস্থা?  নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের মন্থর গতি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি দাবি করেছিলেন. ৫০ দিনের মধ্যে গোটা বিচার প্রক্রিয়া শেষ করে দোষীকে কঠোরতম শাস্তি দিতে হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাও দাবি তুললেন, ‘জাগো ভারত’। মডেল-অভিনেত্রী মালাইকা বরাবর সাহসী, প্রগতিশীল বলেই পরিচিত। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে হাজার বিতর্ক, সমালোচনা হলেও সেসব হেলায় উড়িয়ে নিজের মতে, নিজের পথে হাঁটার পক্ষপাতী তিনি। সেইসঙ্গে সচেতনও বটে।