যৌন হেনস্তার অভিযােগে এক মেজর জেনারেলকে বহিষ্কার করলাে ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার এই তথ্য জানিয়েছেন সেনা প্রধান বিপিন রাওয়াত স্বয়ং।
এদিন সংবাদমাধ্যমে সেনাকর্তরা জানিয়েছেন, সেনাপ্রধান বিপিন রাওয়াত অভিযুক্ত সেনা আধিকারিকের শাস্তির কথা জানিয়েছেন। সেনাপ্রধানের সিদ্ধান্তের কথা। সংশ্লিষ্ট আধিকারিককে জানানাে হয়েছে।
জেনারেল রাওয়াতের সিদ্ধান্তের কথা আম্বালায় তাকে জানান ২ কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এম জে এস কাসলাে। জানা গিয়েছে, গত জুলাই মাসে অভিযুক্ত সেনা আধিকারিকের শাস্তির নির্দেশে সই করেন। সেনাপ্রধান দু’বছরের বেশি পুরনাে যৌন হেনস্তার অভিযােগের ভিত্তিতে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর অভিযুক্ত অফিসারের কোর্ট মার্শাল হয়।
অভিযুক্তের আইনজীবী আনন্দ কুমার জানিয়েছেন, অভিযুক্তকে কোর্টমার্শালের প্রতিলিপি না দেয়ায় তার বিরুদ্ধে শাস্তির অনুমােদন ও বাস্তবায়ন আইনসিদ্ধ নয়। সেনা আদালতের ঐ রায় ঘােষণার আগে আত্মপক্ষ সমর্থনের কোনাে সুযােগই তাঁকে দেয়া হয়নি। আমরা এই রায়ের বিরুদ্ধে আবেদন জানাব।