মহারাষ্ট্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হল: শিক্ষামন্ত্রী

প্রতীকী ছবি (File Photo: iStock)

রাজ্যে কোভিড সংক্রমণের পরিস্থিতির ওপর নজর রেখে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হল বলে মন্তব্য করেন মহারাষ্ট্রের শিক্ষা মন্ত্রী বর্ষা গায়কোয়াড়।

তিনি টুইট করে লেখেন, ‘কোভিড সংক্রমণ পরিস্থিতির ওপর নজর রেখে রাজ্য। বাের্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘােষণা করা হবে। আমরা স্বাস্থ্য পরিষেবার গতি-প্রকৃতির ওপর নজর রাখছি। খুব শীঘ্রই পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘােষণা করা হবে।’

প্রফেশনাল কোর্সের প্রবেশিকা পরীক্ষা ও দ্বাদশ শ্রেণীর বাের্ড পরীক্ষা মে মাসের শেষে নেওয়া হবে। দশম শ্রেণীর পরীক্ষা জুন মাসে করা হবে। কোভিড পরিস্থিতিতে বাের্ডের পরীক্ষা গ্রহণ রীতিমতাে ঝুঁকি হতে পারে – মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে এই বিষয়ে আলােচনার পর বাের্ডের পরীক্ষা সহ প্রফেশনাল কোর্সের প্রবেশিকা পরীক্ষার তারিখ পিছেনাের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


তিনি বলেন, ‘রাজ্যে সংক্রমণ পরিস্থিতিতে ছাত্র- ছাত্রীদের স্বাস্থ্য নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি, স্কুলপড়ুয়া, শিক্ষক, অভিভাৰ্ক, দলের নির্বাচিত প্রতিনিধি, শিক্ষাবিদ ও প্রযুক্তিবিদদের থেকেও পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

সেন্ট্রাল বাের্ডকেও পরীক্ষার তারিখ বিবেচনা করে দেখার জন্য আবেদন করেছেন। তিনি বলেন, ‘সিবিএসই, আইসিএসই, আই বি, কেমব্রিজ বাের্ডকে পরীক্ষার তারিখ বিবেচনা করে দেখার জন্য লিখিত আবেদন করেছি।’