• facebook
  • twitter
Tuesday, 5 November, 2024

পক্ষপাতদুষ্ট আচরণ! মহারাষ্ট্রের ডিজিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

সোমবার সকালে নির্বাচন কমিশন রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) রশ্মি শুক্লাকে অপসারণের নির্দেশ দিয়েছে।

পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে মহারাষ্ট্রের ডিজিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সোমবার সকালে নির্বাচন কমিশন রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) রশ্মি শুক্লাকে অপসারণের নির্দেশ দিয়েছে। কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি রশ্মির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কমিশনে। সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হল বলে মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশন ডিজিপি রশ্মি শুক্লাকে অন্যত্র বদলি করার নির্দেশ দিয়েছে। মুখ্যসচিবকে সংশ্লিষ্ট ক্যাডারের পরবর্তী সবচেয়ে সিনিয়র আইপিএস অফিসারকে রাজ্য পুলিশের ডিজি করার নির্দেশ দিয়েছে কমিশন। সূত্র অনুসারে, মুখ্যসচিবকে মহারাষ্ট্রের নতুন ডিজিপি পদে নিয়োগের জন্য মঙ্গলবার দুপুর ১টার মধ্যে ৩ জন আইপিএস অফিসারের একটি প্যানেল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কংগ্রেসের ওবিসি নেতা এবং মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা বিজয় ওয়াদেত্তিওয়ার জানিয়েছেন, ডিজিপিকে বদলি করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। এই সিদ্ধান্তে স্পষ্ট হয়ে গেল জোট সরকার অসৎ।

এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, নির্বাচন কমিশন আজ রাজ্য পুলিশের মহাপরিচালক রশ্মি শুক্লাকে বদলির সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আজ স্পষ্ট হয়ে গেল, মহায়ুতি সরকার অসৎ। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন যাতে স্বচ্ছভাবে অনুষ্ঠিত না হয়, তা নিশ্চিত করার জন্য সরকার তার মেয়াদ বৃদ্ধি করে। সরকার যে অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় এসেছে এবং আধিকারিকরা অসাংবিধানিক উপায়ে পদে বসে রয়েছেন, তা আজ স্পষ্ট হয়ে গেছে। মহায়ুতি সরকার ক্ষমতার অপব্যবহার করে নিজেদের ইচ্ছামতো আধিকারিকদের মেয়াদ বাড়াত।

দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার একাধিকবার আধিকারিক ও আমলাদের নিজের দায়িত্ব সম্পর্কে সতর্ক করার পাশাপাশি নিরপেক্ষ থাকার পরামর্শও দিয়েছিলেন।

কংগ্রেসের মহারাষ্ট্র ইউনিটের রাজ্য সভাপতি নানা পাটোলে ডিজি রশ্মি শুক্লাকে অপসারণের জন্য কমিশনের কাছে দাবি করেছিলেন। তিনি অভিযোগ করেন, রশ্মি পদে থাকাকালীন বিজেপির হয়ে কাজ করেছেন। তিনি এই পদে থাকলে তা সুষ্ঠু ও স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনার বিষয়ে সন্দেহ তৈরি করবে। ২৪ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবরের চিঠিতে কংগ্রেস তাঁকে অপসারণের দাবি জানিয়েছিল। একই সঙ্গে ২৭ সেপ্টেম্বর মুম্বইয়ে নির্বাচনী আধিকারিকদের কাছে একই দাবি জানান কংগ্রেসের একটি প্রতিনিধি দল।

২৮৮ আসনবিশিষ্ট মহারাষ্ট্রে এবার এক দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে। আগামী ২০ নভেম্বর ভোটগ্রহণ, গণনা ২৩ নভেম্বর। এবারের নির্বাচনে লড়াই দুটি জোটের মধ্যে – মহা বিকাশ অঘাদি (এমভিএ) এবং শাসক মহায়ুতি। এমভিএ-তে আছে কংগ্রেস, শিব সেনা (উদ্ধব ঠাকরে) এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ পাওয়ার)। মহায়ুতিতে আছে – একনাথ শিন্ডের শিব সেনা, বিজেপি এবং অজির পাওয়ারের এনসিপি।