আধিকারিকদের বদলির নির্দেশ মানেনি মহারাষ্ট্র সরকার, ব্যাখ্যা চাইল নির্বাচন কমিশন
বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্র সরকার রাজ্যের কর্মকর্তাদের স্থানান্তরিত করার নির্দেশাবলী মেনে চলতে ব্যর্থ হয়েছে। শুক্রবার নির্বাচন কমিশন মহারাষ্ট্র সরকার এবং পুলিশের কাছে এর কারণ জানতে চাইল। আগামী নভেম্বরে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। গত ৩১ জুলাই নির্বাচন কমিশন মহারাষ্ট্র সরকার এবং পুলিশকে তাদের নিজের নিজের জেলায় নিযুক্ত কর্মকর্তা এবং যাঁরা তিন বা তার বেশি বছর ধরে একই জায়গায় রয়েছেন তাঁদের বদলির নির্দেশ দেয়।