• facebook
  • twitter
Tuesday, 29 April, 2025

মহারাষ্ট্র: বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। কমপক্ষে ১৩৯ জনের মৃত্যু হয়েছে, আহতও ৫০ জনের বেশি। 

উদ্ধব ঠাকরে (Image: Twitter/@OfficeofUT)

বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। কমপক্ষে ১৩৯ জনের মৃত্যু হয়েছে, আহতও ৫০ জনের বেশি। এদিন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বন্যাদুর্গত এলাকাগুলি পরিদর্শনে যান এবং সবরকম সাহায্যের আশ্বাস দেন।

চিপলুনে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যবাসীর উদ্দেশে বলেন, আমরা আপনাদের পাশেই রয়েছি। নিজের পায়ে ফের এর উঠে দাঁড়াতে আমরা সন্ত্রকমভাবে সাহায্য করব।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক ভাস্কর যাদব, কারিগরি শিক্ষামন্ত্রী উদয় সামন্ত ও শিবসেনার সাংসদ বিনায়ক রাউত। স্থানীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করে ক্ষয়ক্ষতির হিসাব নেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরেই একটানা বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রে। মুম্বই ও সংলগ্ন এলাকাগুলি জলে প্লাবিত হয়েছে। বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে অনেকের।

সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রায়গড়, রত্নগিরি ও সাতারা জেলা। সেখানে ভূমিধসে মৃতের সংখ্যা ৫০ পার করেছে। ইতিমধ্যেই উদ্ধারকার্যে নেমেছে নৌসেনা, এনডিআরএফ ও বিপর্যয় মােকাবিলা বাহিনী।