মুম্বই, ১৩ মার্চ– অবশেষে শাহের হস্তক্ষেপেই কাটল মহারাষ্ট্র জট৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, মহারাষ্ট্রে জোটের আসন সমঝোতা চূড়ান্ত৷ মহারাষ্ট্রের ৪৮ আসনের মধ্যে বিজেপি চেয়েছিল ৩০ টি আসন৷ অবশেষে সেই প্রস্তাবেই শিলমোহর পড়ল৷ সেই সমঝোতা অনুসারে বিজেপি, শিব সেনার শিণ্ডে শিবির ও এনসিপির পওয়ার শিবিরের মধ্যে আসনরফা হয়ে গিয়েছে৷ বিজেপি লড়বে ৩১টি আসনে৷ অন্যদিকে শিণ্ডেরা লড়বেন ১৩ আসনে৷ এবং অজিত পওয়ারের দল প্রতিদ্বন্দ্বিতা করবে ৪ আসনে৷
মহারাষ্ট্রের ৪৮ আসনের বিধানসভা কেন্দ্রে কে কতগুলি আসনে লড়াই করবে তা নিয়েই গোল বাধে৷ বিজেপির এই প্রস্তাবে খুশি হতে পারেনি ‘আসল’ এনসিপি ও শিব সেনার শিণ্ডে শিবির৷ শিণ্ডে চাইছিলেন অন্তত ২৩টি আসনে লড়তে৷ অজিত পওয়ার চাইছিলেন অন্তত ১০টি আসনে লড়তে৷ কিন্ত্ত গেরুয়া শিবির এমন প্রস্তাব মানছিল না৷ ফলে তৈরি হয়েছিল জট৷ যা কাটার সম্ভাবনা তৈরি হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠকের পর৷ গত সপ্তাহে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের সঙ্গে বৈঠক করেন শাহ৷ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আর এক উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস৷ প্রায় আধঘণ্টার বৈঠক হয়৷ এরপর মুখ্যমন্ত্রী শিণ্ডের সঙ্গে আলাদা বৈঠক করেন শাহ৷ প্রায় ৫০ মিনিট কথা হয় তাঁদের৷ তারপরই জট খুলতে শুরু করে মহারাষ্ট্রে৷
তবে এবার নির্বাচনে মহারাষ্ট্রে আরেক সম্পর্কে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে৷ একজন অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা৷ অন্যজন সুপ্রিয়া সুলে- শরদ পওয়ারের কন্যা৷ বারামতি আসনে এই লড়াই হতে পারে বলেই মনে করা হচ্ছে৷ বরাবরই পওয়ারদের শক্ত ঘাঁটি এই কেন্দ্র৷ এবার সেখানেই লড়তে পারে ননদ-বৌদি, সুনেত্রা-সুপ্রিয়া৷ প্রসঙ্গত, সুপ্রিয়া বারামতির বর্তমান সাংসদ৷