মহাকুম্ভে যাওয়ার পথে ফের বড় দুর্ঘটনা। প্রয়াগরাজগামী চারচাকা গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত্যু হল ১০ পুণ্যার্থীর। মৃতরা সকলেই গাড়িতে ছিলেন। দুর্ঘটনার জেরে দুমড়েমুচড়ে যায় চারচাকা গাড়িটি। বাসে থাকা যাত্রীরাও দুর্ঘটনার জেরে জখম হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাসে থাকা ১৯ জন যাত্রী আহত হয়েছে। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার মাঝরাতে প্রয়াগরাজ-মির্জারাজ হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ছত্তিশগড়ের কোরবা থেকে চারচাকা গাড়িটিতে প্রয়াগরাজ যাচ্ছিলেন পুণ্যার্থীরা। মধ্যপ্রদেশের রাজগড় থেকে বাসটি আসছিল। পথেই দুটি গাড়ি মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনা দেখে প্রথমে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরাই খবর দেন থানায়। শুরু হয় উদ্ধারকাজ।
পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানকার চিকিৎসকেরা ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়েই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশাসনের আধিকারিকদের ঘটনাস্থলে পাঠান। আহতদের দ্রুত উদ্ধার করে যথাযথ চিকিৎসার ব্যবস্থার করার নির্দেশ দিয়েছেন তিনি।