মহাকুম্ভ উপলক্ষে জোরদার আয়োজন চলছে উত্তর প্রদেশের প্রয়াগরাজে। সারা দেশ থেকে ঋষি, সাধু ও তপস্বীরা কুম্ভ এলাকায় শিবির করেছেন। এই সময়ে এখানে আসা তপস্বীদের অনন্য উপবাস ও অলৌকিক ঘটনা সাধারণ মানুষকে আকৃষ্ট করছে। আর এবার মহাকুম্ভ মেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন আসামের কামাখ্যা পীঠ থেকে আসা গঙ্গাপুরী মহারাজ ওরফে ছোটু বাবা।
মহাকুম্ভে আসাম থেকে আসা গঙ্গাপুরী মহারাজের উচ্চতা মাত্র ৩ ফুট ৮ ইঞ্চি। বলা হচ্ছে ৩২ বছর ধরে তিনি স্নান করেননি। তিনি বলেন, এটি তার বিশেষ অঙ্গীকারের একটি অংশ।
গঙ্গাপুরী মহারাজ জানিয়েছেন, গুরুর আশীর্বাদে তিনি স্নান না করেই নিজেকে সুস্থ রেখেছেন। যখন তাঁর প্রতিশ্রুতি পূরণ হবে, তখন তিনি স্নান করবেন। মহাকুম্ভে তিনি নয়, তাঁর চুল স্নান করাবেন। তিনি বলেন, ম্যাট করা চুল ভেজানো জরুরি। এটি আধ্যাত্মিক পরিচ্ছন্নতার প্রতীক। গঙ্গাপুরী মহারাজ বলেন, শরীরের উচ্চতা আমাদের জীবনে কোনও নেতিবাচক প্রভাব ফেলে না। আমি আমার শৈশবে সন্ন্যাসী হয়েছিলাম এবং তখন থেকেই আধ্যাত্মিক সাধনায় নিযুক্ত আছি।
১৩ জানুয়ারী প্রয়াগরাজের সঙ্গমে মহাকুম্ভের আয়োজন হতে চলেছে। ১২ বছরে একবার মহাকুম্ভ মেলা হয়। সঙ্গম মানে মিলন। প্রয়াগরাজে তিনটি পবিত্র নদী, গঙ্গা, যমুনা এবং অদৃশ্য সরস্বতী মিলিত হয়েছে। এই সঙ্গমকে ভারতীয় ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয়।
অনেকে বিশ্বাস করেন, সঙ্গমে স্নান আত্মাকে শুদ্ধ করে এবং মোক্ষ লাভ করার পথ প্রশস্ত হয়। সঙ্গমে পুজো, ধ্যান এবং পিন্ডদানের মতো ধর্মীয় আচার-অনুষ্ঠান করা হয়। মহাকুম্ভ মেলা প্রতি ১২ বছর অন্তর চারটি পবিত্র স্থানের একটিতে অনুষ্ঠিত হয়, যেখানে কিংবদন্তি অনুসারে অমৃতের ফোঁটা পড়েছিল। এই চারটি স্থান হল – প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ), হরিদ্বার (উত্তরাখণ্ড), উজ্জয়িনী (মধ্যপ্রদেশ) এবং নাসিক (মহারাষ্ট্র)।