আপনজন হারানাের আর্তনাদের মধ্যেও মিথ্যাচার, আত্মপ্রচার!: প্রশান্ত কিশাের

প্রশান্ত কিশোর (Photo: IANS)

করােনায় দৈনিক মৃত্যুতে ফের রেকর্ড, এমন পরিস্থিতিতে দেশের মানুষের কথা না ভেবে কেন্দ্র নিজের ভাবমূর্তি রক্ষায় ব্যস্ত বলে তােপ দাগলেন প্রশান্ত কিশাের।

বুধবার দেশে ৪ হাজার ২০৫ জন কোভিড রােগীর মৃত্যু হয়েছে, যা সর্বোচ্চ। যা নিয়ে একটি কথাও খরচ না করে দৈনিক পরিসংখ্যান সামনে আসার পর পরীক্ষা বাড়ানাের কৃতিত্বই নেটমাধ্যমে তুলে ধরতে দেখা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে। হর্ষবর্ধনের নাম উল্লেখ না করলেও প্রশান্ত কিশাের স্বাস্থ্যমন্ত্রীর টুইটের পরই কোভিড পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে কটাক্ষ করেন। 

টুইটারে প্রশান্ত লেখেন, গােটা দেশ যখন শােকস্তব্ধ, চারিদিকে যখন স্বজন হারানাের আর্তনাদ, সেই পরিস্থিতিতেও আশা জোগানাের নামে মিথ্যাচার এবং আত্মপ্রচারের চেষ্টা চলছে। আশাবাদী হওয়ার জন্য সরকারের অন্ধ প্রচারক না হলেও চলবে আমাদের। 


প্রসঙ্গত, এর আগে করােনাকে রুখতে ডার্ক চকোলেট খেয়ে শরীরের রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়ানাের পরামর্শ দিয়েও তীব্র সমালােচনার মুখে পড়েছিলেন হর্ষবর্ধন। দেশের কত শতাংশের দামি ডার্ক চকোলেট কেনার সামর্থ্য রয়েছে, সেই নেটনাগরিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে।