লখনউয়ে বহুতল ভাঙার ঘটনায় মৃত বেড়ে ৮

লখনউয়ে বহুতল ভাঙার ঘটনায় মৃত বেড়ে ৮। আরও তিনটি দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। এখন উদ্ধারকাজ চলছে।

শনিবার বিকেলে লখনউয়ের ট্রান্সপোর্ট নগর এলাকায় তিনতলা বিল্ডিং এবং একটি মোটর ওয়ার্কশপ ভেঙে পড়ে। এই ঘটনায় আহত হন মোট ২৮ জন।

পুলিশের বক্তব্য, বিল্ডিংটি চার বছর আগে তৈরি হয়েছিল। এখনও কিছু কাজ চলছে। সেই সময়ই ঘটনাটি ঘটে। শনিবার বিকেল ৪টে ৪৫ নাগাদ বিল্ডিংটি ভেঙে পড়ার সময় প্রচ্র মানুষ নীচের তলায় কাজ করছিলেন।


জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ধ্বংসস্তূপে যাতে কেউ আটকে না থাকে, আপাতত সেই বিষয়টির দিকে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।

রবিবার রিলিফ কমিশনার জি এস নবীন জানিয়েছেন, উদ্ধার চলাকালীন আরও তিনটি মৃতদেহ খুঁজে পেয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। রাজ কিশোর (২৭), রুদ্র যাদব (২৪) এবং জগরূপ সিং (৩৫) নামে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে।