এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বেড়ে গেল ৫০ টাকা। পেট্রোল, ডিজেলের উপর আবগারি শুল্কের বোঝা বেড়ে যাওয়ার পর সোমবার রান্নার গ্যাসের দামবৃদ্ধির ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। একদিকে ট্রাম্পের পাল্টা শুল্কের ধাক্কায় ধরাশায়ী শেয়ার বাজার। তাকে ঘিরে নানান আশঙ্কা যখন দানা বাঁধছে, তারই মাঝে সোমবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধির খবর ঘোষণা করা হয়। সাধারণ মানুষের ব্যবহৃত গ্যাসের পাশাপাশি উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্যাসের দামও বেড়েছে। এদিকে এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সরব হয়েছে বিরোধী দলগুলি।
মাত্র কয়েকদিন আগেই শেষ হয়েছে সংসদের বাজেট অধিবেশন। আর তারপরই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। সোমবার সাংবাদিক সম্মেলন করেন পেট্রলিয়াম-প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী হরদীপ সিং পুরী। বাড়িতে ব্যবহৃত ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৮০৩ টাকা। এক ধাক্কায় তা বেড়ে হয়েছে ৮৫৩ টাকা। অন্যদিকে উজ্জ্বলা যোজনায় থাকা গ্যাসের দাম ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৫০টাকা।
হরদীপ সিং পুরী বলেন, ‘এটি এমন একটি পদক্ষেপ যা আমরা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পর্যালোচনা করব। প্রতি ২-৩ সপ্তাহে এটি পর্যালোচনা করা হবে।’ তিনি বলেন, ‘এই সিলিন্ডার প্রতি ৫০ টাকা বৃদ্ধি উজ্জ্বলা স্কিমের গ্রাহক ও যাঁরা উজ্জ্বলা স্কিমের গ্রাহক নন, তাঁদের জন্যও বাড়ছে। এটি ১৫ থেকে ৩০ দিন পর ফের পর্যালোচনা হবে। পেট্রোল, ডিজেলের ক্ষেত্রে এই ট্রেন্ড থাকলে সেটির দামও পর্যালোচনা করা হবে। ‘
গত সপ্তাহে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। সিলিন্ডার প্রতি ৪১ টাকা করে কমেছে দাম। এর ফলে সুবিধা হয়েছে রেস্তরাঁ, হোটেলগুলির। এ বার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার ফলে মাথায় হাত গৃহস্থদের।
এদিকে গ্যাসের দাম বাড়ায় সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছে তৃণমূল। সরাসরি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলা হয়েছে, যিনি নিজেকে ‘সেবক’ বলে দাবি করেন তিনি কী অসাধারণ একটি উপহার মানুষকে দিলেন। তৃণমূলের অভিযোগ, গ্যাসের দাম এক ধাক্কায় এতটা বাড়িয়ে মধ্যবিত্তকেই নিশানা করেছে নরেন্দ্র মোদী সরকার।
তৃণমূলের পাশাপাশি প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। দলের তরফে এক্স হ্যান্ডলে একটি পোস্টে প্রধানমন্ত্রীকে ‘মহেঙ্গাই-ম্যান’ বলে কটাক্ষ করা হয়েছে। আরও বলা হয়েছে, মূল্যবৃদ্ধির জ্বালায় এমনি সাধারণ মানুষ প্রবল সমস্যায় জীবন অতিবাহিত করছে। গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়ে প্রধানমন্ত্রী সেই কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছেন ।