• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

এক লাফে ৬ টাকা বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। রেস্তরাঁ, হোটেল-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার।

ফাইল ছবি

বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। এক লাফে ৬ টাকা বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। রেস্তরাঁ, হোটেল-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার। ফেব্রুয়ারিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৭ টাকা কমেছিল। শনিবার সকালে প্রকাশিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, সিলিন্ডার পিছু ৬ টাকা করে বেড়েছে গ্যাসের দাম। ফেব্রুয়ারি মাসে ৭ টাকা কমেছিল সিলিন্ডারের দাম। তার আগে জানুয়ারি মাসে ১৪.৫০ টাকা কমেছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। আর ২০২৪ সালের ডিসেম্বর মাসে একলাফে ৬২ টাকা বেড়েছিল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম।

ইন্ডিয়ান অয়েলের প্রকাশিত তালিকা অনুযায়ী, ১ মার্চ থেকে মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১,৭৫৫.৫০ টাকা। ফেব্রুয়ারি তা ছিল ১,৭৪৯.৫০ টাকা ছিল। একইভাবে চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৯৫৯.৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১,৯৬৫ টাকা হয়েছে। ফেব্রুয়ারিতে কলকাতায় ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৯০৭ টাকা। মার্চ থেকে দাম বেড়ে হল ১,৯১৩ টাকা। অর্থাৎ, কলকাতায় মাত্র ৬ টাকা দাম বেড়েছে। দিল্লিতে ১,৭৯৭ টাকা থেকে বেড়ে ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১৮০৩ টাকা।

আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গেই দেশের বাজারেও পেট্রোলিয়াম পণ্যের দাম পরিবর্তিত হয়। তার ভিত্তিতে প্রতি মাসের ১ তারিখ গ্যাসের দাম নির্ধারণ করা হয়। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও গৃহস্থদের জন্য স্বস্তির খবর রয়েছে। এর কারণ ডোমেস্টিক এলপিজি অর্থাৎ বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। ২০২৩ সালের আগস্ট মাসে শেষবার ডোমেস্টিক এলপিজির দাম কমানো হয়েছিল। ২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে একধাক্কায় ১০০ টাকা দাম কমানো হয়েছিল। তারপর থেকে আর কোনও বদল আনা হয়নি দামে। ১৪ কেজি ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে ৮০৩ টাকা, কলকাতায় ৮২৯ টাকা, মুম্বইয়ে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৮১৮.৫০ টাকা।