তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মাঝেই লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হল ৩১ মার্চ পর্যন্ত। অর্থাৎ, এই রাজ্যে অফিস, দোকান ও বাণিজ্যিক সংস্থাগুলি কম সংখ্যককর্মী নিয়ে কাজ করবে।
করােনা বিধি মেনে না চললে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে রাজার তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের মানুষেকে মাস্ক পরতে ও সমাজিক দুরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
তামিলনাড়ুতে ৬ এপ্রিল একটি পর্যায়ে বিধানসভা নির্বাচন হবে বলে ঘােষণা করেছে। নির্বাচন কমিশন। রাজ্য সরকারের তরফে ৬৫ বছরের বেশি বয়সীয় ব্যক্তিদের এবং গুরুতর রােগে আক্রান্ত ব্যক্তিদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। .
এর পাশাপাশি গর্ভবতী মহিলা ও দশ বছরের কম বয়সী বাচ্চাদের বেশ কিছু বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সােমবার থেকে দেশজুড়ে করােনা টিকাকরণের দ্বিতীয় পায় শুরু হয়েছে। ষাটোর্ধ ব্যক্তি এবং অন্যান্য জটিল রােগে আক্রান্ত ব্যক্তি এই পর্যায়ে টিকা নিতে পারবেন।
তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। ২৩৪ আসনের বিধানসভার জন্য ৬ এপ্রিল ভােটগ্রহণ প্রক্রিয়া চলবে। একই দিনে পুদুচেরিতে ৩০ টি আসনের জন্য ভােটগ্রহণ চলবে। চেন্নাই থেকে পুদুচ্চেরির দূরত্ব মাত্র ১৫০ কিলােমিটার।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৮৬ জন করােনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচজনের। তামিলনাড়ুতে করােনায় আক্রান্ত হয়েছেন মােট ৮,৫১ লক্ষ জন এর মধ্যে ৮,৩৪ লক্ষ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। মৃত্যু হয়েছে বারাে হাজার জনের। বর্তমানে রাজ্যে চার হাজারটি অ্যাকটিভ কেস রয়েছে।