কলকাতা: তাঁর কেরিয়ারে রয়েছে ৩৭০টি ছবির নাম৷ বলিউড-টলিউড মিলিয়ে টানা ৫০ বছর কাজ করে আজ করেছেন মিঠুন চক্রবর্তী৷ এক সাক্ষাৎকারে মিঠুনের অকপট স্বীকারোক্তি একটা সময় বছরে ৩০-৪০ সিনেমা করেছেন শুধুমাত্র এই ভেবে যে, সব ছবির প্রস্তাবেই রাজি হওয়া উচিত৷ তবে আজ আর তিনি এই সব নিয়ে খুব বেশি ভাবেন না৷
অনুরাগীদের একটু অভিযোগও আছে মিঠুনকে নিয়ে৷ তাঁকে নাকি বাণিজ্যিক ছবিতেই বেশি পাওয়া৷ এ প্রসঙ্গ মিঠুনের ব্যাখ্যা, অন্য স্বাদের ছবিতে কাজের সংখ্যা বেশ খানিকটা কম৷ কম হলেও তালিকায় রয়েছে মৃগয়া৷ মৃণাল সেনের হাত ধরেই সিনেদুনিয়ায় পা রাখা৷ এরপর কালপুরুষ, শুকনো লঙ্কা, তাহাদের কথা ও তিতলির মত ছবি রয়েছে তাঁর ঝুলিতে৷
তবে তার জীবনে লড়াইটাও ছিল৷ কঠিন সময়ে বারে বারে ভেবেছেন, তিনি হয়তো পারবেন না নিজের স্বপ্নপূরণ করতে৷ এমন কি আত্মহত্যার কথার এসেছিল মাথায়৷ কিন্ত্ত শুভাকাঙ্খীরা ছিলেন পাশে৷ জানিয়েছিলেন, লড়াইটা মাঝ পথে থামিয়ে দেওয়া যায় না৷
বলিউড সাউথ লড়াই নিয়েও মুখ খোলেন সুপারস্টার৷ জানান, গ্যালারি নিয়ে খেলতে হবে৷ মানুষের গল্প বলতে হবে৷ ৮০-৯০-এর দশকে ঠিক তিনি যে ধরনের ছবি করতেন, সেই সুপারস্টার তকমা ছবিই দক্ষিণের আজ অস্ত্র৷ আল্লু অর্জুন, রাম চরণ, যশ সকলেই সময়কে খুব সুন্দরভাবে ব্যবহার করে থাকেন বলেই মত মিঠুন চক্রবর্তীর৷