গত বছরে ২ শতাংশ থেকে প্রতি মিনিটে লাভ ১০ লক্ষ  

দিল্লি, ২৮ মে–  লাইফ ইন্সু্যরেন্স কর্পোরেশন বা জীবন বিমা নিগম হল দেশের বৃহত্তম বিমা সংস্থা৷ দেশের বড় সংখ্যক মানুষের পলিসি আছে এলআইসি-তে৷ সম্প্রতি এই সংস্থা তার ত্রৈমাসিকের হিসেব প্রকাশ করেছে৷ সংস্থার আয় যেমন বেডে়ছে, তেমনই প্রিমিয়ামও বেডে়ছে৷ যে হিসেব সংস্থার তরফে সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, চতুর্থ ত্রৈমাসিকে প্রতি মিনিটে এলআইসি ১০.৬২ লক্ষ টাকা করে লাভ করেছে৷ গত বছরের একই সময়ে এলআইসি-র মুনাফা বেডে়ছিল মাত্র ২ শতাংশ৷
গত আর্থিক বছর শেষ হয়েছে গত মার্চ মাসে৷ সেই অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে দুই শতাংশের সামান্য বৃদ্ধি হয়েছে এলআইসি-র লাভ৷ সেই সঙ্গে ১৩ হাজার ৭৬৩ কোটি টাকার নিট মুনাফাও পেয়েছে এলআইসি৷ আর এই ৯০ দিনে এলআইসি প্রতি মিনিটে ১০.৬২ লক্ষ টাকা লাভ করেছে৷
শেয়ারবাজারে দেওয়া তথ্যে এলআইসি বলেছে যে গত আর্থিক বছরে অর্থাৎ ২০২৩-২৪ সালের জানুয়ারি-মার্চ মাসে তাদের মোট আয় বেডে়ছে ২ লক্ষ ৫০ হাজার ৯২৩ কোটি টাকা৷ গত বছর এই একই ত্রৈমাসিকে বেডে়ছিল ২ কোটি ১৮৫ টাকা৷ ২০২৩-২৪ অর্থবছরে এর নিট লাভ হয়েছে ৪০ হাজার ৬৭৬ কোটি টাকা, যা গত আর্থিক বছরে ছিল ৩৬ হাজার ৩৯৭ কোটি টাকা৷