• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

গত বছরে ২ শতাংশ থেকে প্রতি মিনিটে লাভ ১০ লক্ষ  

দিল্লি, ২৮ মে–  লাইফ ইন্সু্যরেন্স কর্পোরেশন বা জীবন বিমা নিগম হল দেশের বৃহত্তম বিমা সংস্থা৷ দেশের বড় সংখ্যক মানুষের পলিসি আছে এলআইসি-তে৷ সম্প্রতি এই সংস্থা তার ত্রৈমাসিকের হিসেব প্রকাশ করেছে৷ সংস্থার আয় যেমন বেডে়ছে, তেমনই প্রিমিয়ামও বেডে়ছে৷ যে হিসেব সংস্থার তরফে সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, চতুর্থ ত্রৈমাসিকে প্রতি মিনিটে এলআইসি ১০.৬২ লক্ষ টাকা করে

দিল্লি, ২৮ মে–  লাইফ ইন্সু্যরেন্স কর্পোরেশন বা জীবন বিমা নিগম হল দেশের বৃহত্তম বিমা সংস্থা৷ দেশের বড় সংখ্যক মানুষের পলিসি আছে এলআইসি-তে৷ সম্প্রতি এই সংস্থা তার ত্রৈমাসিকের হিসেব প্রকাশ করেছে৷ সংস্থার আয় যেমন বেডে়ছে, তেমনই প্রিমিয়ামও বেডে়ছে৷ যে হিসেব সংস্থার তরফে সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, চতুর্থ ত্রৈমাসিকে প্রতি মিনিটে এলআইসি ১০.৬২ লক্ষ টাকা করে লাভ করেছে৷ গত বছরের একই সময়ে এলআইসি-র মুনাফা বেডে়ছিল মাত্র ২ শতাংশ৷
গত আর্থিক বছর শেষ হয়েছে গত মার্চ মাসে৷ সেই অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে দুই শতাংশের সামান্য বৃদ্ধি হয়েছে এলআইসি-র লাভ৷ সেই সঙ্গে ১৩ হাজার ৭৬৩ কোটি টাকার নিট মুনাফাও পেয়েছে এলআইসি৷ আর এই ৯০ দিনে এলআইসি প্রতি মিনিটে ১০.৬২ লক্ষ টাকা লাভ করেছে৷
শেয়ারবাজারে দেওয়া তথ্যে এলআইসি বলেছে যে গত আর্থিক বছরে অর্থাৎ ২০২৩-২৪ সালের জানুয়ারি-মার্চ মাসে তাদের মোট আয় বেডে়ছে ২ লক্ষ ৫০ হাজার ৯২৩ কোটি টাকা৷ গত বছর এই একই ত্রৈমাসিকে বেডে়ছিল ২ কোটি ১৮৫ টাকা৷ ২০২৩-২৪ অর্থবছরে এর নিট লাভ হয়েছে ৪০ হাজার ৬৭৬ কোটি টাকা, যা গত আর্থিক বছরে ছিল ৩৬ হাজার ৩৯৭ কোটি টাকা৷